ওসমান আল হুমাম
দেশবরেণ্য ইসলামী চিন্তাবিদ, লেখক ও গবেষক, উপমহাদেশের অন্যতম ইসলামী বিদ্যাপীঠ চট্টগ্রাম জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলেয়ার প্রধান শাইখুল হাদিস, আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশ এর সম্মানিত চেয়ারম্যান আল্লামা মুফতি ওবায়দুল হক নঈমী( মু.জি.আ.) হুজুর আর নেই।
মৃত্যুকালে হযরতের বয়স ছিল ৭৮ বছর। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) সোমবার(৬ জুলাই) আনুমানিক সন্ধ্যা সাত ঘটিকার সময় চট্টগ্রামের একটি বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
পরিবারের পক্ষ থেকে তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করা হয়েছে। আল্লামা মুফতি ওবায়দুল হক নাঈমীর মৃতুতে শোক প্রকাশ করেন, দেশ বিদেশের বরেণ্য আলেম, রাজনৈতিক নেতৃবৃন্দ ও তার সহকর্মী শুভাকাঙ্ক্ষীগন তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন।
পরিবারের পক্ষ থেকে জানানো হয় আগামীকাল মঙ্গলবার (৭ জুলাই) বাদে জোহর জামেয়া আহমদিয়া সুন্নীয়া আলিয়া মাদ্রাসা ময়দানে শাইখুল হাদিস শেরে মিল্লাত আল্লামা মুফতি ওবাইদুল হক নঈমী হুজুরের নামাজে জানাযা অনুষ্ঠিত হবে।