বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের জন্য সুখবর।
যার কর্মস্থলে ফিরতে পারা নিশ্চিত করতে রোমে দায়িত্বরত রাষ্ট্রদূত শামীম আহসান, ১৭ জুন ২০২১ ইতালীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের প্রধান প্রশাসনিক কর্মকর্তা
সেক্রেটারি জেনারেল) ড. জওভান্নি লেওনার্দি সাথে আনুষ্ঠানিক বৈঠক করেছেন৷
নিষেধাজ্ঞার কারণে আটকে পড়া বাংলাদেশের নাগরিকরা যাতে বিশেষ প্রক্রিয়ার মধ্যে দিয়ে হলেও ইতালিতে ফিরতে পারে তা নিয়ে কথা বলেন তিনি।
করোনা ভাইরাসের নয়া ভ্যারিয়েন্ট জনিত ভ্রমণ নিষেধাজ্ঞার কারণে অন্যান্য দেশিদের মতো
বাংলাদেশিরাও যেসব বহুমুখী জটিলতার মুখোমুখি হচ্ছে, তা রাষ্ট্রদূত শামীম আহসানের কাছ থেকে ধৈর্য সহকারে শোনেন ড. জওভান্নি লেওনার্দি।
সমস্যা সমাধানে বিষয়টি তিনি মন্ত্রণালয়ের উপরস্থ কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেয়ার আশ্বাস প্রদান করেন।
সবার আগে সকল খবর দেখুন, শেয়ার করুন
Visited 1 times, 1 visit(s) today