পানিতে ডুবে ইতালি প্রবাসীর শিশুর মৃত্যু
ইতালির বাণিজ্যিক নগরী মিলানে প্রবাসী বাংলাদেশি হাবিল খান নামে এক ব্যবসায়ীর শিশুকন্যা ইমারা (৪) পানিতে ডুবে মারা গেছে। বাংলাদেশ সময় আনুমানিক বিকেল চারটায় এ ঘটনা ঘটে। একই এলাকার ইতালি প্রবাসী সাংবাদিক সোহেল মজুমদার শিপন এ তথ্য নিশ্চিত করেছেন।
এ ব্যাপারে মিলানে বসবাসরত লম্বারদিয়া আওয়ামী লীগের প্রচার সম্পাদক মামুন হাওলাদার আরও জানান, গত মাসের ২০ তারিখ মিলান থেকে সপরিবারে দেশে যান তারা। এরপর বৃহস্পতিবার ২৩ ডিসেম্বর খেলার এক ফাঁকে বাড়াইপুর নিজ গ্রামে পুকুরে পড়ে গেলে নিখোঁজের কয়েক ঘণ্টা পর পানিতে লাশ ভেসে উঠে।
ইমারা ইতালির মিলান প্রবাসী, দেশের বাড়ি কুমিল্লার আদর্শ সদর উপজেলা। ঘটনার দিন নিহত ইমারার বাবা বাসার বাইরে ছিলেন। নিহতের সাত বছরের এক বড় ভাই আছে। বাবা হাবিল দীর্ঘদিন ধরে ইতালিতে পরিবার নিয়ে বসবাস করছেন।
তিনি সামাজিক সংগঠন বৃহত্তর কুমিল্লা সমিতি মিলান, লোম্বার্দিয়ার সাধারণ সম্পাদক। ইমারার অকাল মৃত্যুতে মিলানে প্রবাসী বাংলাদেশিদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে দেশের বাড়িতে চলছে শোকের মাতম।