কক্সবাজার উখিয়া উপজেলা ইসলামী আন্দোলন বাংলাদেশ হলদিয়াপালং ইউনিয়ন শাখার কাউন্সিল উপলক্ষ্যে ২৪ সেপ্টেম্বর (বৃহস্পতিবার), বিকাল ৩ ঘটিকায় ইউনিয়ন সভাপতি হাফেজ মাহমুদুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মাওঃ মোজাম্মেল হকের সঞ্চলনায় অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ কক্সবাজার জেলা শাখার জয়েন্ট সেক্রেটারি মাওঃ এ. আর. এম ফরিদুল আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উখিয়া উপজেলার সভাপতি মুফতি মুসলিম উদ্দিন, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, আন্দোলনের উখিয়া উপজেলা সেক্রেটারি মাওঃ এম. জাহাঙ্গীর রফিক।
বক্তব্য রাখেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ উখিয়া উপজেলার সমাজকল্যাণ সম্পাদক মাওঃ মোহাম্মদ ইসমাঈল, সহকারী প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওঃ রায়হান শফিক হাবিবী, রামু উপজেলার অর্থ সম্পাদক মাওঃ কবির আহমদ, ইসলামী শ্রমিক আন্দোলন উখিয়া উপজেলার সভাপতি আলী আকবর, বাংলাদেশ মুজাহিদ কমিটি উখিয়া উপজেলার সদর ক্বারী শিব্বর আহমদ, বাংলাদেশ মুজাহিদ কমিটির জেলার নেতা মাস্টার জসিম উদ্দিন।
মাওঃ আলী হোছাইনকে সভাপতি ও মাওঃ রায়হান শফিক হাবিবীকে সেক্রেটারি করে ১৮ সদস্য বিশিষ্ট কমিটি নবায়ন করা হয়।
Большинство людей сегодня используют интернет не столько для получения информации, сколько для покупок различных товаров, которые просто заполонили его. И здесь также можно найти запрещенные к продаже и незаконные категории. Но не в обычном поисковике по типу Яндекса, а в отдельной зоне, известной как Даркнет. Одной из площадок этой сети и является гидра сайт анонимных покупок, сайт которой мы и рассмотрим более подробно в этой статье. Потому, если для вас тема приобретения незаконных товаров актуальна, то вам материал будет полезен.