ইসলামী ব্যাংক পার্সোনাল লোন । ইসলামি ব্যাংক হাউজহোল্ড ইনভেস্টমেন্ট লোন নেয়ার পদ্ধতি 

0
37

আপনি কি ইসলামী ব্যাংক পার্সোনাল লোন এর ব্যাপারে জানতে ইচ্ছুক? বাংলাদেশের সেরা ইসলামী ব্যাংক থেকে লোন গ্রহনের মাধ্যমে নিজের প্রয়োজন মিটাতে চাচ্ছেন? তবে এই আর্টিকেলটি আপনার জন্য হেল্পফুল হতে পারে কারন এখানে আলোচনা করা হবে ইসলামী ব্যাংক পার্সোনাল লোন সম্পর্কে। 

বাংলাদেশে ইসলামী ব্যাংক খুবই জনপ্রিয় এবং বিশ্বস্ত হিসাবে পরিচিত। তাছাড়া আমরা জানি নরমাল ব্যাংক এবং ইসলামী ব্যাংক এর মধ্যে কি পার্থক্য রয়েছে। এসব বিষয় বিবেচনা করে অনেকেই ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত ব্যাংক থেকে নিজেদের প্রয়োজন মিটাতে লোন গ্রহনের পরিকল্পনা করে। 

আপনার সেই পরিকল্পনাকে বাস্তবায়নের জন্য এবারের আর্টিকেলে জানাবো কিভাবে ইসলামী ব্যাংক থেকে পার্সোনাল লোন নিতে পারবেন এবং তার সাথে জরিত সকল বিষয় গুলো। তাহলে এবার মূল বিষয় বস্তু সম্পর্কে আলোচনা করা যাক। 

ইসলামী ব্যাংক পার্সোনাল লোন 

জী আপনি হয়তো জানতে এসেছেন ইসলামী ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে তবে খুবই দুঃখের সাথে জানাতে হচ্ছে ইসলামী ব্যাংক “পার্সোনাল লোন” নামক কোনো লোনের ব্যবস্থাই রাখেনি। অন্যান্য সকল ব্যাংকেই পার্সোনাল লোনের ব্যবস্থা থাকলেও ইসলামী ব্যাংকের ক্ষেত্রে তা লক্ষনীয় হয় না। 

তবে কি ইসলামী ব্যাংক থেকে ব্যক্তিগত প্রয়োজন পুরনের জন্য লোন বা ঋণ গ্রহন করা যাবে না? অবশ্যই যাবে। কিভাবে সেটা খুলে বলছি.. মূলত ইসলামী ব্যাংক শরিয়াহ মোতাবেক ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করে, তার সুবাদে অন্যান্য ব্যাংক থেকে ইসলামী ব্যাংকের নিয়ম বেশ আলাদা। 

আপনি যে সুবিধা গুলো অন্যান্য ব্যাংকে পার্সোনাল লোন নামে পরিচিতি লাভ করা স্কীমে পেতেন ঠিক একই সুবিধা ইসলামী ব্যাংকেও রয়েছে তবে সেটা ভিন্ন নামে এবং ভিন্ন নিয়মে। ইসলামী ব্যাংক উক্ত লোনের নাম দিয়েছে “ হাউজহোল্ড ইনভেস্টমেন্ট লোন “ যদিও হাউস বা বাড়ির কথাটি যুক্ত আছে তবে এটি আপনি আপনার ব্যক্তিগত যেকোনো কাজের জন্য ঋণ গ্রহন করতে পারবেন। 

এবার তাহলে জেনে নেয়া যাক ইসলামী ব্যাংকের পার্সোনাল লোন বা হাউজহোল্ড ইনভেস্টমেন্ট লোন সম্পর্কে বিস্তারিত কিছু তথ্য এবং কিভাবে ও কারা উক্ত লোনটি গ্রহন করতে পারবে সেই সম্পর্কে সকল তথ্য। 

লোন নেয়ার শর্ত সমূহ 

এই পর্যায়ে জানাবো বেশ কিছু বিষয় যেমন হাউজহোল্ড ইনভেস্টমেন্ট লোন এর ক্ষেত্রে একজন ব্যক্তি কতটা অব্দি ঋণ গ্রহন করতে পারবে, ঋণ গ্রহনে তার কি কি যোগ্যতা থাকা প্রয়োজন, ঋণ পরিশোধের সময়সীমা কত ও লোনের রিটার্ন রেট কত সেই সকল তথ্য নিয়ে আলোচনা করবো ধাপে ধাপে। 

লোনের পরিমাণ 

আপনার অবস্থান যদি শহর পর্যায়ে হয়ে থাকে তবে আপনি এই লোনের শর্ত মোতাবেক সর্বোচ্চ ০.০৩ মিলিয়ন টাকা অব্দি লোন পেতে পারেন। এবং জেলা বা পৌরসভা এরিয়ায় যদি থেকে থাকেন এবং সেখানেই অর্থ ইনভেস্ট করতে চান তবে সর্বোচ্চ ০.২০ মিলিয়ন টাকা অব্দি আর্থিক লোন পেতে পারেন। আর বাকি যেকোনো স্থানের জন্য ০.১০ মিলিয়ন লোন পাওয়া যাবে ইসলামী ব্যাংক পার্সোনাল লোন এর ক্ষেত্রে। 

লোন নেয়ার যোগ্যতা 

আপনি যদি ইসলামী ব্যাংক থেকে পার্সোনাল লোন বা হাউজহোল্ড ইনভেস্টমেন্ট লোন গ্রহন করতে চান এখন আপনি যদি এখনও স্টুডেন্ট হোন তবে আপনার বয়স অবশ্যই ১৮ এর উপরে হতে হবে। অন্যদিকে আপনি যদি কোনো চাকরি বা ব্যবসা এর কাজে যুক্ত থাকেন তবে আপনার বয়সের সময়সীমা হতে হবে ২৭ থেকে ৬৫ এর মধ্যে, তাহলেই আপনি লোন সুবিধা গ্রহন করতে পারবেন। 

লোনের সময়সীমা 

আপনাকে সর্বোচ্চ ৩ বছর সময় বেধে দেয়া হবে গৃহীত লোনের সম্পূর্ণ অর্থ পরিশোধ করার জন্য। আপনি যত টাকাই লোন গ্রহন করে থাকেন না কেনো ৩ বছরের বেশি সময় দেয়া হবে না তা পরিশোধ করার জন্য।

লোনের রিটার্ন রেট 

ইসলামী ব্যাংক থেকে হাউজহোল্ড ইনভেস্টমেন্ট লোন গ্রহনের ক্ষেত্রে আপনার কাছ থেকে মোট ১৬% চার্জ কেটে নেয়া হবে উক্ত ঋণ গ্রহনের কারনে। যার মানে এই যে আপনি যদি ১,০০,০০০ টাকা ঋণ গ্রহন করেন তাহলে ১্‌৬,০০০ টাকা কেটে নেয়া হবে লোন চার্জ হিসাবে। 

ইসলামী ব্যাংক পার্সোনাল লোন নেয়ার উপায় 

অতঃপর জানানো হচ্ছে কিভাবে আপনি এই লোনটি গ্রহন করতে পারবেন। এর জন্য প্রথমেই আপনাকে ইসলামী ব্যাংক এর যেকোনো একাউন্টের ধারক হতে হবে। এর পর আপনি অনলাইন বা সরাসরি ব্যাংক থেকে ইসলামী ব্যাংক লোন এর জন্য নিদিষ্ট ফরমটি সংগ্রহ করে নিতে হবে। 

ঠিক ভাবে সংগৃহীত ফরমটি পড়ে সেটি ফিলাপ করতে হবে এবং তা ব্যাংকে জমা দিতে হবে। ফরমের পাশাপাশি যে সকল ডকুমেন্টস গুলো দিতে হবে সেগুলো নিম্মে উল্লেখ্য করছি। 

প্রয়োজনীয় ডকুমেন্টস 

  • আপনি যদি চাকরিজীবি হয়ে থাকেন তবে আপনার মাসিক আয় কত সেই বিষয়ে একটা স্টেটমেন্ট প্রদান করতে হবে। এবং আপনি যদি ব্যবসায়ী হয়ে থাকেন তবে আপনার ব্যবসায়ের একটি মিনি স্টেটমেট জমা দিলেই হবে। 
  • আপনার মাসিক আয় যদি ৫০ হাজার টাকা হয় তাহলে আপনি সর্বোচ্চ ১০ লক্ষ টাকার মত লোন গ্রহন করতে পারবেন। এবং যদি ৫০ হাজার টাকার কম অর্থ মাসিক আয় হয়ে থাকে তবে ১০ লক্ষ টাকা থেকে কম প্রাইজ রেঞ্জে ঋণ গ্রহন করতে পারবেন। এক্ষেত্রে স্পেসিফিক কত টাকা ঋণ গ্রহন করতে পারবেন তা সরাসরি ব্যাংক কর্মকর্তাদের কাছ থেকে জেনে নিতে হবে। 
  • উক্ত বিষয়ের জন্য কিছু শর্ত রয়েছে যা আপনাকে ঠিক ভাবে পড়ে নিতে হবে এবং আপনাকে সম্মতি পোষণ করতে হবে, যদি শর্ত গুলো মানতে না চান বা মনে হয় আপনার দ্বারা শর্ত পূরণ করা সম্ভব হবে না সেক্ষেত্রে আপনাকে লোন দেয়া হবে না। 
  • আপনার যাবতীয় তথ্য যেমন – ঠিকানা, কর্মস্থল, জাতীয় পরিচয় পত্র, জামিনদার, ছবি সহ যাবতীয় তথ্য গুলো ব্যাংকে সাবমিট করতে হবে।  

আর্টিকেল থেকে যা জানতে পারলেন

পরিশেষে সমাপ্ত হলো ইসলামী ব্যাংক পার্সোনাল লোন বা হাউজহোল্ড ইনভেস্টমেন্ট লোন সংক্রান্ত আর্টিকেলটি যেখানে ইসলামী ব্যাংক থেকে কিভাবে ব্যক্তিগত পর্যায়ে ঋণ গ্রহন করা যায় সেই সম্পর্কে জানানো হয়েছে। আপনি যদি অন্যান্য ব্যাংকের পার্সোনাল লোন সম্পর্কে আরো জানতে চান তবে উক্ত লিংকটি অনুসরণ করুন। 

Visited 5 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here