নিজস্ব প্রতিবেদক :
লক্ষ্মীপুরে রায়পুরে হায়দরগঞ্জে পানিতে ডুবে একই পরিবারের দুই শিশু নিহত হয়েছে।
আজ (২৬ জুন) শুক্রবার সকালে এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হচ্ছে আওলাদে রাসুল (সঃ) সাইয়্যেদ মুফতি তাহের জাবেরীর মেয়ে আরিয়া(৬) ও সাইয়্যেদ ফয়সালের ছেলে ফাইয়াজ হোসেন(৭)। এ দুই শিশুর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
পুলিশ ও নিহত দুই শিশুর পরিবার সূত্রে জানা যায়, সকালে ঘর থেকে দুই শিশু বের হয়ে আর ফিরেনি।
তাদের খোঁজ না পেয়ে বিভিন্ন স্থানে খুজাখুজির এক পর্যায়ে বাড়ির পুকুরে দুই শিশু ভেসে উঠতে দেখে স্থানীয়রা।
পরে তাদের উদ্ধার করে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক দুই শিশুকে মৃত ঘোষনা করেন।