সাবেক অর্থমন্ত্রী ও বরেণ্য রাজনীতিবিদ
এম সাইফুর রহমান’র
১২তম মৃত্যুবার্ষিকী
রোববার, সেপ্টেম্বর ১২, ২০২১, সাবেক অর্থমন্ত্রী প্রয়াত এম সাইফুর রহমানের ১২তম মৃত্যুবার্ষিক।
২০০৯ সালের এই দিনে মৌলভীবাজারের নিজ বাড়ি বাহারমর্দন থেকে ঢাকায় যাওয়ার সময় ব্রাহ্মণবাড়িয়ার ঢাকা-সিলেট মহাসড়কের খড়িয়ালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হন সাইফুর রহমান।
তিনি মার্চ, ১৯৩২, এ নানা বাড়িতে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম আব্দুর বাশিত ও মায়ের নাম তালেবুন নেসা।
১৯৪৯ এ তিনি মেট্রিকুলেশন ও ১৯৫১ এ তিনি উচ্চ মাধ্যমিক পাশ করেন। একই বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।
ফেব্রুয়ারি ২৫, ১৯৫২, তিনি ভাষা আন্দোলনের কর্মসূচি থেকে গ্রেপ্তার হন।
এরপর তিনি ব্রিটেনে চার্টার্ড একাউন্টেন্সি সম্পন্ন করেন। তিনি আর্থিক ও মুদ্রানীতি এবং উন্নয়ন অর্থনীতিতে বিশেষায়িত শিক্ষা গ্রহণ করেন।
এম সাইফুর রহমান ১৯৭৬ এ বাণিজ্য উপদেষ্টা হিসেবে সরকারে যোগ দেন।
তিনি শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম ও প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সরকারের সময় প্রধানত অর্থমন্ত্রী হিসেবে সফলভাবে দায়িত্ব পালন করেন।
বারো বার সংসদে বেশ সফলতার সঙ্গে বাজেট পেশ করেছিলেন তিনি।
জুন ৭, ১৯৮০, তিনি জাতীয় সংসদে শহিদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তম-এর সরকারের অর্থমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো ১৯৮০-৮১ অর্থবছরের বাজেট উপস্থাপন করেন।
শহিদ জিয়ার শাহাদাতবরণের এক সপ্তাহ পরে জুন ৬, ১৯৮১, তিনি ১৯৮১-৮২ অর্থবছরের বাজেট পেশ করেন।
এরপর প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সরকারে ১৯৯১ থেকে ১৯৯৬ এবং ২০০২ থেকে ২০০৭ পর্যন্ত অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেন।
বাংলা আলো খবর পড়ুন সবার আগে
তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র প্রতিষ্ঠালগ্ন থেকে আমরণ বাংলাদেশি জাতীয়তাবাদের আদর্শের পতাকা বহন করেন।
এম সাইফুর রহমান ইন্টারন্যাশনাল মানিটারি ফান্ড-আইএমএফ এবং ওয়ার্ল্ড ব্যাঙ্কের বোর্ড অব গভর্নরস-এর চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
প্রতিষ্ঠানদ্বয়ের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১৯৯৪ সালের অক্টোবরে অনুষ্ঠিত মাদ্রিদ সম্মেলনে সভাপতিত্ব করেন।
তিনি ১৯৭৯ এ মৌলভীবাজার ৩ থেকে দ্বিতীয় জাতীয় সংসদে সদস্য নির্বাচিত হন।
১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন ও ২০০১ সালের অষ্টম সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ ও সিলেট-১ আসন থেকে বিপুল ভোটে সংসদ সদস্য নির্বাচিত হন।
২০০৬ সালের ৮ই জুন তিনি সংসদে দ্বাদশ বাজেট পেশ করে দেশের সংসদীয় ইতিহাসে সর্বাধিক সংখ্যক বাজেট পেশকারী হিসেবে রেকর্ড গড়েন।
১২তম মৃত্যুবার্ষিকীতে নানা কর্মসূচি
১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদ, মরহুমের পরিবার ও জেলা বিএনপি’র পক্ষ থেকে তার গ্রামের বাড়িতে কোরআন খতম, দোয়া, মিলাদ মাহফিল ও শিরনি বিতরণের আয়োজন করা হয়েছে।
এম. সাইফুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে দুপুরে বাহারমর্দনের বাড়িতে আলোচনাসভা অনুষ্ঠিত হবে। এ ছাড়াও বিএনপি’র স্থানীয় জেলা ও উপজেলার নেতাকর্মীরা সকালে মরহুমের কবরে পুষ্পস্তবক অর্পণ, মিলাদ মাহফিল, দোয়া ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন।