দীর্ঘ আট মাসের বেশি সময় বন্ধ থাকার পর ওমরাহ উদ্দেশ্যে সৌদি আরবের বাইরে থেকে প্রথম ফ্লাইট জেদ্দা কিং আব্দুলাজিজ এয়ারপোর্টে এসে পৌঁছেছে। ওমরাহ ও হজ চালু।
ওমরা ও হজ্ব মন্ত্রণালয়ের ঘোষণা অনুযায়ী আগামীকাল রোববার থেকে তৃতীয় ধাপে ওমরাহ ও হজ চালু হতে যাচ্ছে। রোববার থেকে প্রতিদিন ২০ হাজার মুসল্লি ওমরা পালন করার সুযোগ পাবেন পাশাপাশি প্রতিদিন ৬০ হাজার মুসল্লি নামাজ আদায়ের সুযোগ পাবেন।
সৌদি আরবের বাহির হতে যারা ওমরাহ করতে আসবে তারা সৌদি আরবে ১০ দিন অবস্হান করতে পারবে,
এমনটাই জানিয়েছে সৌদি হজ ও ওমরাহ মন্ত্রনালয়।
আরো দেখুন
মালয়েশিয়ায় তৈরি হচ্ছে বিশ্বের একমাত্র কোরআনিক ভিলেজ।
প্রকল্পটি বাস্তবায়নে ব্যয় হবে প্রায় ১৫০০ মিলিয়ন রিঙ্গিত। প্রায় ২০ একর জায়গাজুড়ে তৈরি হবে মেগা প্রকল্পটি।
গতকাল শুক্রবার মেগা প্রকল্পটির নকশা উন্মোচন হওয়ার পর মালয়েশিয়ার ফেডারেল টেরিটরিমন্ত্রী তান সেরি আনোয়ার মুসা তার ভেরিফায়েড ফেসবুক ও টুইটারে এক বার্তায় বলেন, ‘ধন্যবাদ সৃষ্টিকর্তা, কোরআনিক ভিলেজের নকশা চূড়ান্ত। সরকার ইতোমধ্যে প্রকল্পটিতে নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। ২০২১ সালে এর কাজ শুরু হবে। এটি মুসলিম বিশ্বের একমাত্র প্রকল্প।
প্রকল্পে থাকছে পাঁচ হাজার মুসল্লির ধারণ ক্ষমতাসম্পন্ন একটি নতুন মসজিদ, একটি কুরআন বিজ্ঞান ও ভবিষ্যদ্বাণীমূলক জীবনীকেন্দ্র, একটি ছাত্রাবাস, অনুষ্ঠান আয়োজনের স্থান, একটি বাজার এবং একটি শিল্পকলা কেন্দ্র। এটি হবে বিশ্বের একমাত্র কোরআনিক ভিলেজ।
লাইক,কমেন্ট,শেয়ার করে খবর গুলো সবাই কে দেখার সুযোগ করে দিন