RAB-১৫. কক্সবাজার, গােপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, কতিপয় মাদক ব্যবসায়ী কক্সবাজার জেলার উখিয়া থানাধীন হলদিয়া পালং ৬ নং ওয়ার্ডস্থ পালং গ্রামের বাগঘুনা মার্কেট থেকে আনুমানিক ১০০ গজ পূর্ব পার্শ্বে পাঁকা রাস্তার উপর মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট বিক্রয়ের উদ্দেশ্যে অবস্থান করছে।
উক্ত সংবাদের ভিত্তিতে RAB-১৫, কক্সবাজার এর একটি চৌকশ আভিযানিক দল ৩১/০৮/২০২০ খ্রিঃ আনুমানিক ১৯.৩০ ঘটিকায় উপরােক্ত স্থানে পৌছালে RAB সদস্যদের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে আসামী আব্দুল গফুর (১৯), পিতা-মৃত আনােয়ার ইসলাম, সাং ঘােনারপাড়া, ইউপি-চাকলা, থানা-নাইক্ষ্যংছড়ি, জেলা-বান্দরবান ধৃত করে এবং একজন অজ্ঞাত আসামী কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ধৃত আসামীর সাথে থাকা ব্যাগ তল্লাশী করে সর্বমােট ৬০,০০০ (ষাট হাজার) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
ব্যাপক জিজ্ঞাসাবাদে আসমী স্বীকার করে যে, পলাতক আসামীর সহযােগীতায় দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কৌশলে কক্সবাজার জেলার টেকনাফ এবং উখিয়া সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য সংগ্রহ করে কক্সবাজারসহ দেশের বিভিন্ন জায়গায় বিক্রয় করে আসছে। উদ্ধারকৃত মাদকের (ইয়াবা) মূল্য আনুমানিক (৬০,০০০৫০০)= ৩,০০,০০,০০০ (তিন কোটি) টাকা প্রায়।