ওসমান আল হুমাম, কক্সবাজার জেলা প্রতিনিধি।
কক্সবাজার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে গোপন সংবাদের ভিত্তিতে কক্সবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব সুমন মন্ডলের নেতৃত্বে আজ বেলা ১১ টায় কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংক রোডে টেকনাফ-কক্সবাজার রোডের পালকী পরিবহন (কক্সবাজার জ-১১-০২৩৪) এ অভিযান চালিয়ে ১ হাজার ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
উক্ত অভিযানে আটককৃত আসামি আমির হোছাইন (৩৯) টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের ০৫ নং ওয়ার্ডস্থ দক্ষিণ হ্নীলা নাটমুড়া পাড়া গ্রামের কালা মিয়ার ছেলে।
তারদেহ তল্লাশী করে লুঙ্গির নিচে বিশেষ কায়দায় শরীরে কস্টিপ মোড়ানো ১০০০পিস ইয়াবা বড়ি উদ্ধার হয়।
উক্ত ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, কক্সবাজার জেলা পরিদর্শ জীবন বড়ুয়া বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট ধারায় কক্সবাজার সদর মডেল থানায় মামলা দায়ের করা হবে বলে জানান।
অফিস: NO 22 TINGKAT TIGA JALAN OTHMAN TALIB IPOH, 30000, PERAK, MALAYSIA
মোবাইল: +60165142126
ই-মেইল: contact@bangla-alo.com