দেশে গত ২৪ ঘন্টায় করোনা ভাইরাস আপডেট, আরো ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃত্যু সংখ্যা বেড়ে দাঁড়ালো পাঁচ হাজার ৫৭৭ জনে। ২৪ ঘণ্টায় মৃতদের মধ্যে পুরুষ ১৭ জন ও নারী পাঁচজন। তাদের সবাই হাসপাতালে মারা যান। এই সময়ে শনাক্ত হয়েছেন ১ হাজার ৫৩৭ জন। এ পর্যন্ত মোট শনাক্ত হয়েছেন ৩ লাখ ৮১ হাজার ২৭৫ জন।
মঙ্গলবার ( ১৩ অক্টোবর ) বিকেলে ২৪ ঘন্টার করোনা ভাইরাস আপডেট নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বাংলা আলো নিউজ এর সকল খবর দেখতে ক্লিক করুন :
সংস্থার অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১০৯টি পরীক্ষাগারে ১৪ হাজার ২১টি নমুনা সংগ্রহ করা হয়। এরমধ্যে পরীক্ষা করা হয় ১৩ হাজার ৮১৫ টি নমুনা।
এ সময়ে করোনা ভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরো এক হাজার ৫৩৭ জন। ফলে দেশে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল তিন লাখ ৮১ হাজার ৮৭৫ জন। এ পর্যন্ত মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ৯৮ হাজার ৩৭টি।
এতে আরো বলা হয়, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন এক হাজার ৪৮২ জন। এ নিয়ে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো দুই লাখ ৯৫ হাজার ৮৭৩ জনে।দেশে গত ৮ মার্চ প্রথম করোনা রোগী শনাক্ত হয়। আর প্রথম মৃত্যুর ঘটনা ঘটেগত ১৭ মার্চ।
এদিকে, ২৪ ঘন্টার করোনা ভাইরাস আপডেট ( worldometers ) তথ্য, মহামারি করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৮০ লাখ ৬৭ হাজার ছাড়িয়েছে। আর এ মহামারিতে আক্রান্ত হয়ে বিশ্বে মৃতের সংখ্যা ছাড়িয়েছে ১০ লাখ ৮৫ হাজার।
লাইক,কমেন্ট,শেয়ার করে খবর গুলো সবাই কে দেখার সুযোগ করে দিন