কাতারে ফেরার অপেক্ষায় বাংলাদেশিদের জন্য ‘বিকল্প অনুমতিপত্র’ দেওয়া হবে।
কাতারে বেসরকারি প্রতিষ্ঠানে নিযুক্ত কয়েক শতাধিক বাংলাদেশি শ্রমিক কর্মস্থলে ফিরে যেতে পারছেন না দেশটির অনুমতি না পেয়ে।
করোনা মহামারির কারণে তাদের অনেকের কাতারে প্রবেশের অনলাইন আবেদন বাতিল করা হয়েছে এবং অনেকের আবেদন অযথাই দীর্ঘদিন যাবত প্রক্রিয়াধীন রাখা হয়েছে। অভিবাসী শ্রমিকরা জানান, কোভিড-১৯ মহামারি শুরু হওয়ার আগে তারা ছুটিতে বাড়ি এসেছিলেন।
কাতারে ফেরার বিকল্প অনুমতিপত্র
চাকরি ছাড়া কয়েক মাস ধরে বাড়িতে বসে থাকায় আর্থিক সংকটে পড়েছেন কাতার প্রবাসীরা। যথাযথ নিয়ম মেনে কাতারে তাদের নিয়োগকারী প্রতিষ্ঠানের মাধ্যমে অনলাইনে আবেদন করেও এই সমস্যার সমাধান পাচ্ছেন না কাতার প্রবাসীরা।
কাতারে বাংলাদেশ দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত বৃহস্পতিবার এক বৈঠকে কাতারের পররাষ্ট্রমন্ত্রী ইউসুফ মোহাম্মদ আল ওসমান বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসীম উদ্দিনকে আশ্বাস দিয়েছেন যে অল্প সময়ের মধ্যেই বাংলাদেশি শ্রমিকদের জন্য ‘বিকল্প অনুমতিপত্র’ দেওয়া হবে।
এই বিকল্প অনুমতি পত্র পেলেই কাতার প্রবাসীদের আর কাতার আসতে কোন বাঁধা থাকবে না।
লাইক,কমেন্ট,শেয়ার করে খবর গুলো সবাই কে দেখার সুযোগ করে দিন