এই অসাধারন মানুষকে শুধু কৃষক নয়,শিল্পী বলতে বাঁধা কোথায়?
“অসাধারণ শিল্পকর্ম “
কে বলেছে জাতির পিতা নেই, জাতির পিতা আছে সবার মনে, আছে কৃষকের হৃদয়ে ধারণ করে। এরই ধারাবাহিকতায় কৃষক আব্দুল কাদির শিল্পকর্ম ফটো উঠাল মাটির সাথে মিশে থাকা বঙ্গবন্ধু।
কাঁচামাটিয়া নদীর কূল ঘেঁষা ফসলের মাঠে কৃষকের অনবদ্য এ শৈল্পিক সৃষ্টি। সরিষা গাছ ও লালশাক দিয়ে তৈরি অপরুপ এ শিল্পকর্মে ফুটে উঠেছে বাংলাদেশের প্রকৃতি আর মাটির সাথে মিশে থাকা বঙ্গবন্ধু।
শিল্পীঃ- কৃষক আব্দুল কাদির
লোকেশনঃ- আঠারবাড়ী, ঈশ্বরগঞ্জ, ময়মনসিংহ।