গরিব মারা গেলেও সরকারের যায় আসে না
— মাহমুদুর রহমান মান্না
আওয়ামী লীগ সরকার এখন বলছে শাটডাউন করবে। দশদিনের জন্য শাটডাউন করলে গরিব মানুষগুলোকে খাবার পৌঁছে দিতে কত টাকা লাগবে আপনাদের? ওরা (সরকার) সেই টাকাও গরিব মানুষকে দেবে না।
গরিব মানুষ যদি মারাও যায়, তাদের এতে কিছু যায়-আসে না।
কারণ এদের তো ভোটের প্রয়োজন হয় না বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
শুক্রবার, জুন ২৫, ২০২১, রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মান্না এসব কথা বলেন।
তিনি বলেন, সরকার দেশে শাটডাউন করার পরিকল্পনা করছে। অথচ দেশের ছয় কোটি মানুষের কর্মসংস্থান নেই।
আগে ১০ কোটি মানুষের ৬ মাসের খাবার নিশ্চিত করেই শাটডাউন দেয়ার পরিকল্পনা করতে হবে।
মান্না আরও বলেন, সরকার টিকা নিয়ে বড় বড় কথা বলছে। অথচ সরকারের হাতে টিকা নেই।
যখন চীন ও রাশিয়া বাংলাদেশে করোনার টিকার পরীক্ষা চালাতে চাইল, তখন সরকার তাতে রাজি হলো না। সরকার কিসের জন্য রাজি হয়নি, তা সবাই জানে।
শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া প্রসঙ্গে তিনি বলেন, শিক্ষার্থীরা এখন বিপথগামী। তারা মুঠোফোনে আসক্ত হয়ে পড়ছে। অভিভাবকরা চিন্তিত।
অথচ শিক্ষাপ্রতিষ্ঠান খোলার নাম নেই। শিক্ষামন্ত্রী বলছেন, তার কাছে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার কোনো চাপ নেই।
মাহমুদুর রহমান মান্না বলেন, শিক্ষার্থীরা অনলাইনে চুরি করে পরীক্ষা দিচ্ছে।
তারা যত চুরির পদ্ধতি জানে, বিশ্বের আর কোনো দেশের শিক্ষার্থীরা তা জানে না। আর এটা শিখবেনই না কেন, শিক্ষকরাই যে চুরি করেন।
মান্না বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দিন। টিকা দেয়ার ব্যবস্থা করুন। দুর্নীতি বন্ধ করুন।
সোনার বাংলা পার্টির আয়োজনে সংগঠনটির প্রতিষ্ঠাতা-সভাপতি মীরাজুল ইসলাম আব্বাসীর ১২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে এ আলোচনা ও স্মরণসভার আয়োজন করা হয়।
সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আবদুন নূর। বক্তব্য রাখেন বাংলাদেশের জাসদের সাধারণ সম্পাদক নাজমুল হক, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক প্রমুখ।