রক্তাক্ত ছাত্রদল নেতাকে উদ্ধার করলেন ইশরাক হোসেন
বাংলাদেশের মহান স্বাধীনতাযুদ্ধে অসম সাহসিকতা প্রদর্শন এবং আত্মত্যাগের স্বীকৃতিস্বরূপ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীরউত্তমকে কৃতজ্ঞ বাংলাদেশী জাতির পক্ষে প্রদত্ত জীবিত মুক্তিযোদ্ধাদের জন্য সর্বোচ্চ রাষ্ট্রীয় খেতাব বীরউত্তম উপাধি বাতিলের অবৈধ সিদ্ধান্তের প্রতিবাদে শনিবার, ফেব্রুয়ারি ১৩, ২০২১ রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে পূর্বঘোষিত শান্তিপূর্ণ প্রতিবাদ কর্মসূচিতে হামলা করে পুলিশ।
এসময় পুলিশের ব্যাপক লাঠিচার্জে আহত এক রক্তাক্ত ছাত্রদল নেতাকে উদ্ধার করেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
শনিবার দুপুর বারোটার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। সমাবেশে প্রধান অতিথির বক্তব্য শেষে নেতাকর্মীরা মিছিল নিয়ে বের হওয়ার সময় পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় ছাত্রদলের সিনিয়র যুগ্ম-সাধারন সম্পাদক আমিনুর রহমান আমিনসহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। এছাড়া বেশ কয়েকজন নেতাকর্মীদের গ্রেপ্তার করেছে বলে অভিযোগ করেছে বিএনপি।