টক অব দ্য শোবিজ- বিয়ে করেছেন অভিনেত্রী শমী কায়সার। নব্বই দশকে যে ক’জন অভিনেত্রী অসামান্য উপভোগ্য অভিনয় দিয়ে মুগ্ধ করে রেখেছিলেন দর্শক, তাদের অন্যতম একজন শমী। টিভিতে তার উপস্থিতি মানেই বাড়তি আগ্রহ ছিল সবার। হোক তা নাটক-টেলিছবি কিংবা বিজ্ঞাপনে।
মঞ্চ ও টেলিভিশনের একসময়ের জনপ্রিয় অভিনয়শিল্পী শমী কায়সার আবারও বিয়ে করেছেন। বরের নাম রেজা আমিন সুমন। রেজা পেশায় একজন ব্যবসায়ী।
প্রথম বিয়ে ১৯৯৯ সালে পশ্চিমবঙ্গের চিত্রনির্মাতা
রিঙ্গোকে বিয়ে করেন অভিনেত্রী শমী কায়সার।
তাদের সংসারের স্থায়িত্ব ছিল দুই বছর।
নানা কারণে তাদের মধ্যে দূরত্ব বেড়ে গেলে
সেই বিয়ে ভেঙে যায়।
বাংলা আলো নিউজ এর সকল খবর দেখতে ক্লিক করুন :
২য় বিয়ে ২০০৮ সালের ২৪ জুলাই
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও সুচিন্তা ফাউন্ডেশন এর চেয়ারম্যান অধ্যাপক মোহাম্মদ
এ. আরাফাতকে বিয়ে করেন।
নানা কারণে সেই সংসারও টেকেনি শমীর৷
৩য় বিয়ে ২৭ সেপ্টেম্বর ২০২০ শমী কায়সারের
তৃতীয় বরের নাম রেজা আমিন সুমন।
তিনি পেশায় ব্যবসায়ী। ২৭ সেপ্টেম্বর বিয়ে হয়। শুক্রবার (৯ অক্টোবর) একদম ঘরোয়া আয়োজনে
শমী কায়সারের বিয়ে অনুষ্ঠান হয় বিয়েতে দুই
পরিবারের খুব কাছের মানুষেরাই উপস্থিত ছিলেন।
এটি অভিনেত্রী শমী কায়সার তৃতীয় বিয়ে।
লাইক,কমেন্ট,শেয়ার করে খবর গুলো সবাই কে দেখার সুযোগ করে দিন