বিকাশ একাউন্ট খুলতে প্রয়োজন জাতীয় পরিচয় পত্র এটাই তো শুনে আসছি এতদিন। কিন্তু এমন তো অনেকেই রয়েছে যাদের এখন ও জাতীয় পরিচয় পত্র হয়নি তবে রেগুলার বিকাশে লেনদেনের প্রয়োজন পড়ে। বিশেষ করে তাদের জন্য লিখা হচ্ছে এই আর্টিকেলটি। এখানে বিস্তারিত জানাবো জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম সম্পর্কে।
যাদের মনে প্রশ্ন রয়েছে জন্ম নিবন্ধন দিয়ে কি বিকাশ একাউন্ট খোলা যায়? তাদেরকে উত্তরে কেবল হ্যা ই বলবো না বরং দেখিয়ে যাবো সেই নিয়মও। তবে এটাও সত্যি যে আপনি যদি NID কার্ডের পরিবর্তে জন্ম নিবন্ধন এর মাধ্যমে বিকাশে একাউন্ট খুলতে চান এক্ষেত্রে আপনি ঘরে বসে বিকাশ একাউন্ট খুলতে পারবেন না। এর জন্য আপনাকে বিকাশের কাস্টমার কেয়ার বা সার্ভিস সেন্টারে উপস্থিত হতে হবে।
জেনে নেয়া যাক জন্ম নিবন্ধনের মাধ্যমে বিকাশ একাউন্ট খোলার ক্ষেত্রে জন্ম নিবন্ধন ছাড়াও আরো কি কি প্রয়োজন হবে সেগুলো:
বিকাশ একাউন্ট খুলতে যা যা প্রয়োজন
- যার নামে একাউন্ট খোলা হবে তার সদ্য তোলা দুই কপি ছবি
- যেহেতু NID কার্ড নেই তাই জন্ম নিবন্ধনের কপি প্রদান করতে হবে
- একটি সচল মোবাইল নাম্বার, যেটায় আগে কখন ও বিকাশ একাউন্ট খোলা হয়নি
- যার নামে একাউন্ট খোলা হবে তাকে উপস্থিত থাকত হবে
জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম
যেমনটা বলা হয়েছিলো, উপরে উল্লেখিত ডকুমেটস গুলো সংগ্রহ করে আপনার নিকটতম বিকাশ সার্ভিস সেন্টারে চলে যান। যেখানে কর্মরত লোকের কাছে বলুন আপনি নতুন বিকাশ একাউন্ট তৈরি করত চাচ্ছেন। এক্ষেত্রে আপনার কাছে জানতে চাওয়া হবে যাবতীয় ডকুমেন্টস গুলো এনেছেন কিনা। সেগুলো সাবমিট করবেন।
এই পর্যায়ে আপনাকে একটি ফরম দেয়া হবে। উক্ত ফরমে নিদিষ্ট স্থানে আপনার স্বাক্ষর প্রদান করতে হবে। স্বাক্ষর পর্ব শেষ হলে প্রায় ১০-১৫ মিনিটের মত সময় অপেক্ষা করতে হবে একাউন্ট খোলার প্রসেসে জন্য। জন্ম নিবন্ধনের মাধ্যমে বিকাশ একাউন্ট খোলা হয়ে গেলে আপনাকে জানানো হবে। পরবর্তীতে আপনার মোবাইল নাম্বার ও পিন কোডের মাধ্যমে লগিন করে নিতে পারবেন বিকাশ অ্যাপ এ।
বিকাশ একাউন্ট অনলাইনে খোলা বা সার্ভিস সেন্টারে গিয়ে খোলার ক্ষেত্রে কোনো প্রকার সার্ভিস চার্জ গ্রহন করা হয় না। তাই নিশ্চিন্তে যেকোনো ধরনের সার্ভিস গ্রহন করতে পারবেন সেখান থেকে।
আর্টিকেল শেষে কিছু কথা
বিকাশ একাউন্ট খোলার জন্য আপনাকে অবশ্যই ১৮ বয়স হতে হবে। যেহেতু জন্ম নিবন্ধন দিয়ে বিকাশ একাউন্ট খোলার নিয়ম জানানো হয়েছে সেক্ষেত্রে অনেকেই ভাবতে পারে ১৮ বয়সের আগেই বিকাশ একাউন্ট খোলা যাবে। কিন্তু বিষয়টি তা নয়। তাছাড়া রকেট, বিকাশ সহ সকল মোবাইল ব্যাংকিং সেবা সম্পর্কে জানতে অবশ্যই Remember our site name “ bangla alo ” Have a good day, Happy Banking.