টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম । Fix TIN Certificate Info

0
32
টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম । Fix TIN Certificate Info

টিন সার্টিফিকেট সংশোধন সংক্রান্ত তথ্যের আলোকে সাজানো হয়েছে সম্পুর্ণ আর্টিকেলটি। টিন সার্টিফিকেট ও উক্ত বিষয়ে হওয়া ভুলের সংশোধনের নিয়ম সম্পর্কে জানুন বিস্তারিত। 

ইতিপূর্বে টিন সার্টিফিকেট কি এবং কোন কাজে প্রয়োজন তা জানানো হয়েছে। পাশাপাশি কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করতে হয় সেটাও। তবে প্রায় সময় এই সকল কাজ করতে গেলে বেশ কিছু সমস্যা যেমন ভুল অক্ষর, তারিখ ইত্যাদি। এবার জানাবো এই সমস্যার গুলোর সমাধান কিভাবে করা যায়। 

টিন সার্টিফিকেট সংশোধন করার জন্য যে যে সমস্যা গুলো দেখা যায় এবং সেই সমস্যা গুলোর সলিউশন কি তা ধাপে ধাপে টিউটরিয়াল প্রদান করবো। বেশ কয়েকটি ধাপ অনুসরণ করে সহজেই যেকোনো টিন সার্টিফিকেট এর আপডেট ও সংশোধন মূলক কাজ করা যায়। নিম্মে সেই সম্পর্কে ধারনা দেয়া হচ্ছে। 

টিন সার্টিফিকেটে কি কি তথ্য সংশোধন করা যাবে?

আপনি যখন কোনো টিন সার্টিফিকেট তৈরি করবেন তখন সেখানে ভুল হওয়া অস্বাভাবিক কিছু না। তবে সেই সমস্যা গুলোর সমাধান অবশ্যই করা যাবে তবে কোন কোন ভুল গুলোর সংশোধন করা যাবে তা অবশ্যই জানার বিষয়। এবং যে ভুল গুলোর সংশোধন পরবর্তী সময় করা যাবে সেগুলো হচ্ছে – 

  • যোগাযোগের ঠিকানা 
  • মোবাইল নাম্বার 
  • ইমেইল এড্রেস 
  • পিতার নাম 
  • মাতার নাম 
  • বর্তমান ঠিকানা 
  • স্থায়ী ঠিকানা 
  • জেন্ডার

নিম্মের এই সকল বিষয়ের ক্ষেত্রে ভুল হলে কিভাবে সংশোধন বা কোন নিয়মে সংশোধন করবেন তা নিম্মে ধাপে ধাপে লিপিবদ্ধ করা হলো। 

টিন সার্টিফিকেট সংশোধন করার নিয়ম (ধাপ অনুসারে) 

প্রথম ধাপ: ওয়েবসাইটে প্রবেশ

সংশোধন করার ক্ষেত্রে প্রথমেই ওয়েবসাইতে NRB TIN Registation ওয়েবসাইতে যেতে হবে। এরপর লগিন অপশনে নিয়ে আপনার ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে মূল ড্যাশবোর্ডে লগিন করতে হবে। 

দ্বিতীয় ধাপ: ড্যাশবোর্ড থেকে সার্টিফিকেট দেখা ও সংশোধন 

আপনি যখন লগিন করবেন তখন আপনার ব্যক্তিগত ড্যাশবোর্ড আসবে। সেখানের বাম পাশের মেনু অপশন গুলো থেকে চাহিদা মোতাবেক যেকোনো বিষয়ে দেখা ও সংশোধন করতে পারবেন। 

যোগাযোগের তথ্য পরিবর্তনের জন্য 

সাইড মেনু অপশন থেকে Change Contact নামক অপশনে ক্লিক করার মাধ্যমে নতুন একটি পেজ শো হবে যেখানে আপনার ঠিকানা সংক্রান্ত যাবতীয় তথ্য দেখা যাবে। আপনার যদি কোনো তথ্য সংশোধন করা প্রয়োজন হয় যেমন: (মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস, বর্তমান ঠিকানা, স্থায়ী ঠিকানা) তবে এই অপশনের মাধ্যমেই তা সংশোধন করতে পারবেন। এবং কাজটি হয়ে গেলে সিম্পলি সেভ বাটনে ক্লিক করুন, ব্যাস আপনার কাজ শেষ। বোঝার সুবিধার্থে নিম্মে ছবির মাধ্যমে তা দেখানো হলো। 

পিক ১

অন্যান্য বিষয় সংশোধন 

টিন সার্টিফিকেটে দেয়া তথ্য গুলো সংশোধনের জন্য ড্যাশবোর্ডের মেনু গুলো থেকে শেষের দিকে একটি অপশন পাবেন যার নাম Edit/ Correct/ Update সেখানে ক্লিক করুন। এবার আপনি যেই তথ্যটি পরিবর্তন করতে চাচ্ছেন সেটা ড্রপডাউন এর মাধ্যমে সিলেক্ট করতে হবে। 

সিলেক্ট করার পর সেই অপশনের আগের তথ্য দেয়া থাকবে এবং নিম্মে নতুন তথ্য দেয়ার জন্য অপশন দেখানো হবে। ঠিক ভাবে তা পূরন করে সেভ বাটনে ক্লিক করবেন। 

আপনার তথ্য ভেরিফাই করার মাধ্যমে টিন সার্টিফিকেট এর তথ্য সংশোধন করে দেয়া হবে। দ্রুত সংশোধনের জন্য আপনার উচিৎ হবে ট্যাক্স অফিসে যোগাযোগ করা। এবং সংশোধিত তথ্যের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো সাথে করে নিয়ে যাবেন। 

পরিশেষে এই ছিলো সম্পূর্ণ প্রক্রিয়া টিন সার্টিফিকেট সংশোধন করার ক্ষেত্রে। যেখানে বলা হয়েছে কোন কোন বিষয় সংশোধন যোগ্য এবং সেই গুলো সংশোধন করার জন্য কি কি করতে হবে সেই সকল তথ্য সম্পর্কে। তাছাড়া টিন সার্টিফিকেট এর সাথে জরিত অন্যান্য বিষয় বস্তু সম্পর্কে জানতে উক্ত লিংকে ক্লিক করে সেই সকল বিষয়ের সঠিক তথ্য ও সমাধান দেখে নিতে পারেন। বাংলা আলো সর্বদা রয়েছে আপনাদের যাবতীয় সমস্যার সমাধানের জন্য। ধন্যবাদ। 

Visited 1 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here