তাইজুলের আগুনে ঝড়ানো বোলিং-এ ছাড়খাড় পাকিস্তান

0
50

তাইজুলের আগুনে ঝড়ানো বোলিং-এ ছাড়খাড় পাকিস্তান

অবিশ্বাস্য ভাবে দুই ম্যাচ টেস্ট সিরিজে ১ম টেস্টে প্রথম ইনিংসের পর লিড পেয়েছে স্বাগতিক বাংলাদেশ।

প্রথম ইনিংসে ৩৩০ রান করা বাংলাদেশ পাকিস্তান কে গুটিয়ে দিয়েছে ২৮৬ রানে।

বাংলাদেশের হয়ে একাই ৭ উইকেট তুলে নেন তাইজুল ইসলাম। টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ।

দ্রুতই ৪ উইকেটে হারানোর পর বাংলাদেশ কে বড় সংগ্রহের দিকে এগিয়ে নেন লিটন দাস ও মুশফিকুর রহিম।

৯ রানের জন্য সেঞ্চুরি মিস করেন মুশফিক, তাতে নার্ভাস নাইটি তে বাংলাদেশের হয়ে সর্বোচ্চ আউট হওয়া ব্যাটসম্যান এখন তিনি।

তবে তিনি সেঞ্চুরি মিস করলেও মিস করেন নি লিটন। তুলে নেন টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

শেষ পর্যন্ত তার ব্যাটে আসে ১১৪ রান। তাতে শেষ পর্যন্ত হাসান আলির ৫ উইকেটের ভর করে বাংলাদেশ কে গুটিয়ে দেয় ৩৩০ রানে।

জবাবে ব্যাট করতে নেমে আবিদ ও শফিকের ব্যাটিং এর সামনে অসহায় আত্মসমর্পণ করে বাংলাদেশের বোলাররা।

২য় দিনে দুইজনই থাকেন অপরাজিত, ১৪৫ রান করে পাকিস্তান। সেঞ্চুরির পথে থাকা আবিদ ৩য় দিনের প্রথম দিজে তুলে নেন সেঞ্চুরি। তবে এগুতে পারেন নি শফিক।

তাকে ও আজহার আলিকে একই ওভারে ফেরান তাইজুল। প্রথম সেশনে ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে বাংলাদেশ। প্রথম সেশনে তুলে নেয় ৪ টি উইকেট।

এরপর সময় যত গড়িয়েছে পাকিস্তানের উপর ততই তান্ডব চালিয়েছেন তাইজুল ইসলাম। সাকিব আল হাসানের অনুপস্থিতি টেরই পেতে দেন নি তিনি।

অধিনায়ক বাবর, ফাওয়াদ কিংবা রিজওয়ানও টিকতে পারেনি বেশিক্ষণ। তবে অন্য প্রান্তে ঠিকই এগুতে থাকে আবেদ আলি। এরপর অবশ্য কেউই টিকতে পারেনি তাইজুলের তান্ডবের কাছে।

নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে পাকিস্তান। শেষ দিকে ফাহিম আশরাফ করেন ৩৮ রান। তাতে তাইজুলের ৭ উইকেটে তারা গুটিয়ে যায় ২৮৬ রানে।

এতে বাংলাদেশ লিড পায় ৪৪ রানের। ব্যাট করতে নেমেছে টাইগাইররা।

সংক্ষিপ্ত স্কোর (৩য় দিনে পাকিস্তানের ইনিংস শেষে)

টস – বাংলাদেশ (ব্যাট আগে)

বাংলাদেশ ১ম ইনিংস : ৩৩০/১০ (১১৪.৪ ওভার)
লিটন ১১৪, মুশফিক ৯১, মিরাজ ৩৮*, শান্ত ১৪, সাদমান ১৪
হাসান ৫১/৫, ফাহিম ৫৪/২, শাহীন ৭০/২

পাকিস্তান ১ম ইনিংস : ২৮৬/১০ (১১৫.৪ ওভার)
আবিদ ১৩৩, শফিক ৫২, ফাহিম ৩৮, শাহীন ১৩*, হাসান ১২
তাইজুল ১১৬/৭, এবাদত ৪৭/২

বাংলাদেশের লিড – ৪৪ রানের।

Visited 1 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here