তারেক রহমানের নির্দেশিত পথে আসবে
জনগণের সরকার
— মির্জা আলমগীর
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব মির্জা আলমগীর বলেছেন যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশিত পথে
বাংলাদেশে প্রতিষ্ঠিত হবে ‘জনগণের সরকার’।
বাংলাদেশ ন্যাশনালিস্ট রিসার্চ অ্যান্ড কমিউনিকেশনস-বিএনআরসি এর উদ্যোগে সোমবার, জুন ২৮, ২০২১, অপরাহ্নে, ‘জাতীয় পরিচয়পত্র কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে হস্তান্তরের সরকারি সিদ্ধান্ত : আগামী জাতীয় সংসদ নির্বাচনে জনগণের ভোটের অধিকার পুনরায় লুণ্ঠনের এক নতুন ষড়যন্ত্র’ শীর্ষক ভার্চুয়াল সেমিনারে তিনি উপরিউক্ত বক্তব্য রাখেন।
এই আলোচনায় প্রধান অতিথি হিসেবে যুক্ত হয়ে নীতি নির্ধারণী বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যা দেশনায়ক তারেক রহমান।
এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য মোঃ ইসমাইল জবিউল্লাহ।
বিএনআরসির পরিচালক ও বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদের পরিচালনায় আড়াই ঘণ্টার এই ভার্চুয়াল সেমিনারে নির্বাচন কমিশনের সাবেক সচিব আব্দুর রশিদ সরকার ও মোহাম্মদ জকরিয়াও যুক্ত ছিলেন।