নিউজিল্যান্ডের বিপক্ষে থাকছেন না সাকিব

0
26

নিউজিল্যান্ডের বিপক্ষে থাকছেন না সাকিব

আসন্ন নিউজিল্যান্ড সিরিজে তাদের বিপক্ষে খেলবেন না সাকিব আল হাসান। বিষয় টি নিশ্চিত করেছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন।

পারিবারিক কারনেই থাকছেন না বলেই নিশ্চিত করেন তিনি।

বিশ্বকাপে ইঞ্জুরিতে পরার পর পাকিস্তানের বিপক্ষে টিটুয়েন্টি সিরিজ ও প্রথম টেস্ট মিস করা সাকিব ফিরে আসেন ২য় টেস্টে।

তবে জাতীয় দলের এই তারকা আসন্ন সিরিজে থাকবেন না এই নিয়ে কানাঘুষা চলছিল বেশ কিছুদিন ধরেই।

অবশেষে সেই নিয়েই এসেছে আনুষ্ঠানিক সিদ্ধান্ত। পারিবারিক কারনেই সিরিজে থাকছেন না তিনি। এমনটাই জানিয়েছেন পাপন।

তিনি বলেন “রেস্ট দিয়ে খেলানোর ব্যাপারটা হচ্ছে- যার বিশ্রাম দরকার, তাঁকে তো দিতে হবে।

সে এখন গুরুত্বপূর্ণ খেলোয়াড় হোক বা না হোক। এখানে সাকিবের ইস্যুটা ভিন্ন। ও তো ইনজুরিতে না বা বিশ্রামও চায়নি।

ও ব্রেক চেয়েছি। পারিবারিক কারণে সে ছুটি চেয়েছে। কাজেই এখানে ইস্যুটা ভিন্ন।”

দেশের গুরুত্বপূর্ণ খেলোয়ার কে নিয়ে মিডিয়ায় বেশ কিছুদিন ধরেই আলোচনা চলছিল থাকছেন না সাকিব।

তবে পাপন মনে করেন এসব আলোচনার চেয়ে অফিশিয়াল হওয়াই ভালো। তাদের কে যেন আগে থেকেই জানিয়ে দেয়া হয় বিষয় টি।

এই নিয়ে পাপন যোগ করেন “অবশ্যই সে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটার, এতে কোনো সন্দেহ নেই।

তবে আমরা আগে থেকেই বলে আসছি যে কেউ যদি ছুটি চায় বা খেলতে না চায়, ব্রেক চায়- আমাদের কোনো আপত্তি নেই।

কিন্তু এটা অফিসিয়ালি হতে হবে। যে ব্যাপারটার ওপর জোর দিচ্ছি তা হলো আমরা আগাম জানতে চাই।”

হুট করে জানালে সমস্যা হয় বোর্ডের জন্য। এতে অসুবিধা হয় স্কোয়াড সাজাতে। তাই পাপন মনে করেন কারও ছুটি লাগলে সেটা আগেই জানানো উচিত বোর্ড কে।

তিনি বলেন “হঠাৎ করে একটা সিরিজের আগে জানলে আমাদের জন্য সমস্যা। এই জানুয়ারি থেকে যেটা করতে চাচ্ছি আমরা- কারও যদি রেস্ট বা ছুটির প্রয়োজন হয়, আমাদের আগে জানাতে হবে।”

এভাবে কেউ না জানিয়ে মিডিয়ায় আলোচনা হলে ব্যাপার টা বিব্রতকর লাগে কিনা সেই প্রশ্নের জবাব টা ইতিবাচক হলেও তার মতে এসব বিষয়ে কোনো দ্বিধা তৈরি না হওয়াই ভালো। আর সেদিকেই জোড় দিচ্ছেন তিনি।

তিনি আরও যোগ করেন “না, না এটা বিব্রতকর না। এটা আনঅফিসিয়ালি আমরা জানতাম।

আনঅফিসিয়ালি জানলে কী হয়- অনেক কনফিউশন তৈরি হয়। এই কনফিউশটা যাতে তৈরি না হয় সেটার ওপর জোর দিচ্ছি।”

উল্লেখ্য, আগামী মাসে বাংলাদেশ যাবে নিউজিল্যান্ডে সিরিজ খেলতে। তবে সেখানে থাকছেন না সাকিব আল হাসান।

Visited 1 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here