পাগলি-টা মা হয়েছে বাবা হয়নি কেউ।
আজ ১৯ ডিসেম্বর শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার সময় সলিমপুর ফৌজদার হাট বি,আই,টি,ডি মেইন গেইটের সামনে এক ভাসমান পাগলী (৩৫) সন্তান প্রসব করে রাস্তায় পড়ে থাকে।
পাগলি মা
পরে ফৌজদারহাট পুলিশ ফাঁড়ির ইন্সপেক্টর শফিকুল ইসলাম উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।