মৌলভীবাজারে করোনায় মৃত ব্যক্তিদের বাড়ি বাড়ি গিয়ে ঈদ উপহার বিতরন করেন জেলা প্রশাসক ।
করোনা ভাইরাস মহামারিতে মৌলভীবাজার জেলায় মৃত ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ।
আজ ১০ মে ২০২১ খ্রিস্টাব্দ জেলা প্রশাসন, মৌলভীবাজার এর উদ্যোগে করোনা ভাইরাস মহামারিতে মৃত ব্যক্তিবর্গের পরিবারবৃন্দের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার বিতরণ করা হয়েছে। জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত ব্যক্তিদের বাড়িতে বাড়িতে গিয়ে এসকল উপহার সামগ্রী বিতরণ করেন।
এসময় প্রতিটি বাড়িতে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে একটি করে ফলের ঝুড়ি এবং নগদ পাঁচ হাজার টাকা প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন মৌলভীবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম এবং এবং জেলা প্রশাসনের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটগণ। ঈদ উপহার বিতরণ