যে সমস্ত বিদেশি শিক্ষার্থীরা মালয়েশিয়ায় পড়াশোনা করেন এবং তারা ইতিমধ্যে শিক্ষা মন্ত্রনালয় থেকে দেশটিতে প্রবেশের অনুমতি পেয়েছিলেন তারা আগামী ৮ অক্টোবরের মধ্যে প্রবেশ করতে পারবেন। যারা ইতিমধ্যে বিমান টিকিট কনফার্ম করেছেন তারাও এই সময়ের মধ্যেই দেশটিতে প্রবেশ করতে পারবেন।
বুধবার (৭ নভেম্বর) দেশটির ইমিগ্রেশন এর ভিসা ও পারমিট বিভাগের পরিচালক ডঃ মুহাম্মদ সায়াহমি জাফর সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করেছেন। খবর- দেশটির জাতীয় অনলাইন পোর্টাল দ্যা স্টার অনলাইন।
বাংলা আলো নিউজ এর সকল খবর দেখতে ক্লিক করুন :
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যারা দেশটির শিক্ষা মন্ত্রনালয় ও ইমিগ্রেশন বিভাগে আবেদন করে প্রবেশে অনুমোদন পেয়েছেন শুধু তাদের জন্য প্রযোজ্য হবে। ৮ই অক্টোবরের পরে যারা প্রবেশ করবেন তাদের বিষয়ে ‘নট টু ল্যান্ড’ পদক্ষেপ নেওয়া হবে।
গত সপ্তাহে মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগের মহাপরিচালক দাতোক সেরী খাইরুল দাযামি দাউদ এক বিবৃতিতে বলেছিলেন, আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত দেশটিতে বিদেশি শিক্ষার্থীদের প্রবেশ স্থগিত ঘোষণা করা হয়েছে।
লাইক,কমেন্ট,শেয়ার করে খবর গুলো সবাই কে দেখার সুযোগ করে দিন