তিউনিসিয়ায় ভূমধ্যসাগর থেকে ২৬৪ জন বাংলাদেশিকে উদ্ধার।
লিবিয়া উপকূল থেকে ছেড়ে যাওয়া ভূমধ্যসাগরে ভাসমান নৌকা থেকে ২৬৪ জন বাংলাদেশিকে তিউনিসিয়ার কোস্ট গার্ড উদ্ধার করেছে।
একই সঙ্গে উদ্ধার করা হয়েছে মিসরের ৩ নাগরিককে। তিউনিসিয়া থেকে রেড ক্রিসেন্টে সোসাইটির কর্মকর্তা মঙ্গি স্লিম বিভিন্ন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গতকাল ২৪ জুন ভোরে ভূমধ্যসাগর থেকে ২৬৪ জন বাংলাদেশি ও ৩ জন মিসরীয় অর্থাৎ ২৬৭ জনকে ভাসমান অবস্থায় উদ্ধার করে তিউনিসিয়ার কোস্টগার্ড।
উদ্ধার হওয়া অভিবাসীদের পরে তিউনিসিয়ার দক্ষিণাঞ্চলীয় দ্বীপ জারবার একটি হোটেলে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। কোয়ারেন্টিন শেষে উদ্ধার হওয়া ব্যক্তিদের কোথায় নেওয়া হবে, তা এখনো ঠিক হয়নি বলে জানান মঙ্গি স্লিম।
এছাড়াও তিউনিসিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে তাদের বয়স ১৬ – ৩৬ বছরের মধ্যে জানিয়েছে।
নিউজ এজেন্সি রাপ্টলির এক ভিডিওতে উদ্ধারকৃত একজন বাংলাদেশি জানান, তারা লিবিয়া হতে সাগর পথে ইউরোপ যাওয়ার চেষ্টা করছিলেন।
কিন্তু পথিমধ্যে নৌকাটিতে পানি ঢুকে গেলে তারা বিপদের সম্মুখীন হন। এই অবস্থায় তিউনিসিয়ার কোস্ট গার্ড তাদেরকে উদ্ধার করেছে।
বর্তমানে তারা সকলে একসাথে আছেন এবং বাংলাদেশ দূতাবাসের অপেক্ষায় আছেন। বাংলাদেশ হতে ইউরোপ যাওয়ার জন্য তারা সম্প্রতি দুবাই হয়ে লিবিয়ায় এসেছেন বলেও উক্ত অভিবাসী জানিয়েছেন।
এই পথে আসতে তাদের প্রত্যেকের ইতিমধ্যে ৮ হাজার ইউরোরও বেশি খরচ হয়ে গেছে বলে তিনি জানান।
আন্তর্জাতিক অভিবাসন সংস্থার তথ্যমতে, ২০২১ সালে ইতিমধ্যে ১৪,৩৪৪ জন বিভিন্ন দেশের অভিবাসীকে ভূমধ্যসাগর থেকে লিবিয়ার কোস্ট গার্ড আটক করেছে, যাদের মধ্যে বাংলাদেশির সংখ্যা দেড় হাজারের কাছাকাছি বলে জানা গেছে।