সংযুক্ত আরব আমিরাতের একটি হাসপাতালের হিমঘরে তিন মাস ধরে এক প্রবাসী ব্যক্তির লাশ পড়ে আছে, সে ‘বাংলাদেশি’ বলে স্থানীয় পুলিশের ভাষ্য।
শেয়ার করে সবাই কে দেখতে দিন
স্থানীয় পুলিশ বলছে, তার নাম মোহাম্মদ সৈয়দ ও পিতার নাম আবদুল জলিল। তবে এটি তার সঠিক পরিচয় কিনা এ ব্যাপারে সংশয় রয়ে গেছে প্রবাসীদের মধ্যে।
তার লাশ বর্তমানে আল আইন শহরের জিমি হাসপাতালের হিমঘরে রাখা আছে। তার আনুমানিক বয়স ৫০। এদিকে লাশের সঠিক নাম-ঠিকানা পাওয়া যায়নি বলে তা বাংলাদেশে পাঠানো যায়নি বলে জানায় আবুধাবি বাংলাদেশ দূতাবাস।
দূতাবাসের আইন কর্মকর্তা রেজাউল আলম বলেন, “গত ৩০ অগাস্ট তিনি আরব আমিরাতের ও ওমানের সীমান্তবর্তী আল আইন শহর দিয়ে আমিরাতে আসেন। উদ্দেশ্য আমিরাতের আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের কাছে আত্মসমর্পন করে দেশে ফেরার একটা উপায় বের করা।
“সে অনুযায়ী গত ১ সেপ্টেম্বর তিনি আল আইন পুলিশের কাছে আত্মসমর্পন করেন। পুলিশ হেফাজতে ২ সেপ্টেম্বর তিনি অসুস্থ হয়ে পড়লে তাকে আল আইন হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন ৩ সেপ্টেম্বর তিনি হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।
লাশের পরিচয় কেউ জানলে এ ঠিকানায় জানাতে অনুরোধ করা হয়েছে- জাহাঙ্গীর কবীর বাপপি, সংযুক্ত আরব আমিরাত, ফোন: ০০৯৭১-৫৫-৭৬৮৮-৩০২