বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার নিয়ম । বয়স্ক ভাতা – সমাজসেবা অধিদপ্তর 

0
106

আপনার পরিবারে বৃদ্ধ কেউ থেকে থাকলে তার জন্য বয়স্ক ভাতা অনলাইন আবেদন করতে পারবেন এবং সরকারের পক্ষ থেকে নিদিষ্ট পরিমাণের আর্থিক সহযোগিতা গ্রহন করতে পারবেন। এই আর্টিকেলে আলোচনা করা হয়েছে সম্পূর্ণ নিয়ম সম্পর্কে, যার মাধ্যমে অনলাইনে আবেদনের কাজটি খুব সহজেই করা যাবে। পাশাপাশি রয়েছে বয়স্ক ভাতার সাথে যুক্ত অন্যান্য জরুরি বিষয় সমূহ। 

প্রথমেই জানাতে চাচ্ছি বাংলাদেশের বয়স্ক ভাতা সম্পর্কে যেখানে উক্ত ভাতার ব্যাপারে কিছু তথ্য জানানোর মাধ্যমে আর্টিকেলের বাকি অংশে অগ্রসর করা যাবে। জেনে নিন বয়স্ক ভাতা সম্পর্কে কিছু তথ্য। 

বয়স্ক ভাতা সম্পর্কে 

কিছু শর্ত পূরণের সাপেক্ষে দেশের বয়স্ক, দুঃস্থ, সল্প আয় বা কর্মহী লোকদের আর্থিক ভাবে সাহায্য করার জন্য যে ভাতা এর কর্মসূচির আয়োজন করা হয়েছে তাকে বয়স্ক ভাতা বলে থাকে। অর্থ বছর ২০২২-২৩ অনুযায়ী বর্তমানে ৫৭ লক্ষ্য এর বেশি মানুষদের আর্থিক ভাবে সাহায্য প্রদান বা বয়স্ক ভাতা প্রদান করে যাচ্ছে বাংলাদেশ সরকার। এই বছর উক্ত সেক্টরে বাজেট ধরা হয়েছে ৩৪৪৪.৫৪ কোটি টাকা। 

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে দেশে বসবাসরত দরিদ্র বায়োজ্যেষ্ঠ, দুঃস্থ, সল্প উপার্জন অথবা উপার্জনে অক্ষম ও বয়স্ক এমন লোকদের আর্থিক ভাবে সাহায্য করার জন্য ভাতা প্রদানের প্রচলন শুরু করে ১৯৯৭ – ১৯৯৮ সাল থেকে যা এখন অব্দি চলমান রয়েছে। বয়স্ক ভাতা কর্মসূচির লক্ষ্য কিংবা উদ্দেশ্য গুলো হলো: 

  • বয়স্কদের আর্থ-সামাজিক উন্নয়ন ও সামাজিক নিরাপত্তা প্রদান 
  • পারিবারিক ও সামাজিক ভাবে তাদের মর্দাযা বৃদ্ধি করা 
  • আর্থিক ভাবে তাদের মনোবল বৃদ্ধি করা 
  • চিকিংসা ও যেকোনো সমস্যার সম্মুখীন হওয়ার সাহস যোগানো

বয়স্ক ভাতা কত টাকা দেয়া হয় ও কতবার দেয়া হয় 

স্বাভাবিক ভাবে প্রশ্ন জাগতে পারে এতো মানুষকে ভাতা প্রদান করছে সরকার এক্ষেত্রে কত টাকা করে দেয়া হচ্ছে প্রতিজনকে? মূলত যখন বয়স্ক ভাতা কার্যক্রম শুরু হয়েছিলো তখন প্রতিজন ১০০ টাকা করে ভাতা পেতো (১৯৯৭-৯৮ সালে) কিন্তু বর্তমানে সেই পরিমাণ এসে দাঁড়িয়েছে ৫০০ টাকা (২০২২-২৩) প্রতি জনে। এবং এই অর্থটি মাসিক হারে প্রদান করা হয়। মানে প্রতি মাসে আপনি ৫০০ টাকা করে বছরে ৬০০০ টাকা পাচ্ছেন বয়স্ক ভাতা এর মাধ্যমে।  

বয়স্ক ভাতা আবেদনের বয়স সময়সীমা 

একজন ব্যক্তি বয়স্ক ভাতা এর জন্য নির্বাচিত হবে যখন তার বয়স পুরুষের ক্ষেত্রে ৬৫ ও নারীদের ক্ষেত্রে ৬২ এর উপরে হবে। বয়স্ক ভাতা এর জন্য যে শর্তগুলো রয়েছে সেগুলো পূরণ হওয়ার পর যদি তার বয়স উল্লেখিত বয়স সীমার উপরে হয় তাহলেই কেবল বয়স্ক ভাতা গ্রহন করতে পারবে। এবার জেনে নিন কোন শর্ত গুলো পূরণ করা উচিৎ বয়স্ক ভাতা পাওয়ার জন্য

বয়স্ক ভাতা আবেদনের যোগ্যতা ও শর্ত সমূহ 

  • আপনি যে স্থান থেকে আবেদন করবেন আপনাকে অবশ্যই একই স্থানের বাসিন্দা হতে হবে
  • আইডেন্টিটি ভেরিফাই করার জন্য জন্ম নিবন্ধন পত্র বা NID কার্ড থাকতে হবে 
  • পুরুষের ক্ষেত্রে বয়স ৬৫ ও নারীদের ক্ষেত্রে ৬২ হতে হবে সর্বনিম্ম 
  • আবেদনকারীর বার্ষিক গড় আয় ১০ হাজার টাকা বা তার নিম্মগ্রামী হতে হবে। 

বাছাইয়ের কার্যক্রম কমিটি দ্বারা নির্ধারিত হবে তাই এবার দেখে নিন কোনো ব্যক্তিকে কোন কোন বিষয়ে মানদন্ডের উপর যাচাই করে সিলেক্ট করা হয়। 

প্রার্থী নির্বাচনে যাদেরকে বেশি অগ্রাধিকার দেয়া হবে

  • স্থায়ী নাগরিক 
  • যার বয়স বেশি 
  • শারীরিক অক্ষম বা কর্মক্ষম ব্যক্তি 
  • আর্থিক অবস্থা ভালো না, নিঃস্ব, ভূমিহীনদের 
  • বিধবা, তালাক প্রাপ্ত, নিঃসন্তান যারা 
  • বসত বাড়ি ব্যতীত অন্য কোথাও জমির পরিমাণ ০.৫ একরের কম হলে তাকে ভূমিহীন হিসেবে গন্য করা হবে। তাদের অগ্রাধিকার বেশি দেয়া হবে। 

বয়স্ক ভাতা না পাওয়ার কারন গুলো 

  • একই ব্যক্তি একাধিক এলাকা থেকে আবেদন করলে সেটা প্রমানিত হওয়ার পর ভাতা পাবে না বা বাতিল করা হবে। 
  • সরকার কতৃক গৃহীত অন্য কোনো খাত থেকে ভাতা প্রাপ্ত হলে নতুন করে বয়স্ক ভাতা পাবে না
  • যে এলাকা থেকে আবেদন করা হয়েছে সে এলাকা থেকে ৬ মাসের বেশি সময়ের জন্য এলাকা ত্যাগ করলে সেটি বাতিল হবে। 
  • তাছাড়া সরকারী পেনশন ভোগী হলেও বয়স্ক ভাতা পাবে না 
  • দুঃস্থ মহিলা হিসেবে ইতিমধ্যে ভিজিভি কার্ড থেকে থাকলে পাবে না। 

বয়স্ক ভাতা অনলাইনে আবেদন করার নিয়ম 

বর্তমানে বয়স্ক ভাতা অনলাইনে আবেদন করা যায়। উক্ত কাজের জন্য আপনাকে প্রথমেই সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট থেকে আবেদন করার প্রক্রিয়া শুরু করতে হবে। চাহিসা মোতাবেক ডকুমেন্টস জমা দিন ও NID number, Biirthday Date প্রদানের মাধ্যমে আবেদন বয়স্ক ভাতার আবেদন ফরম ডাউনলোড করে প্রিন্ট করে নিন। এবার স্থানীয় চেয়ারম্যান ও পৌরসভার কাউন্সিলরের স্বাক্ষর নিয়ে সমাজসেবা অধিদপ্তরে জমা দিয়ে আসুন। আপনার কাজ এখানেই শেষ। 

এটা ছিলো শর্ট করে পুরো প্রসেসের টাইমলাইন। এবার আপনি যদি বিস্তারিত প্রসেসটি জানতে চান তবে নিচের ধাপ গুলো অনুসরণ করুন। 

১ম ধাপ – ওয়েবসাইটে ভিজিট করুন 

প্রথমেই আপনাকে সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইটে গিয়ে সেখানে থাকা দুইটি বক্সের একটিতে NID নাম্বার এবং আরেকটিতে জন্ম তারিখ লিখে সার্চ করলেই আপনার সম্পর্কে ডাটাবেজে থাকা তথ্য গুলো দেখানো হবে। সেখানে যদি কোনো তথ্য অটোমেটিক ভাবে পূরণ না হয় তবে নিজ থেকে পূরণ করে দিতে হবে। 

২য় ধাপ – অতিরিক্ত তথ্য প্রদান 

এই পর্যায়ে আবেদনকারীর কিছু অতিরিক্ত তথ্য প্রদান করতে হবে। যার মধ্যে অন্তর্ভূক্ত রয়েছে: 

  • বৈবাহিক অবস্থা 
  • শিক্ষাগত যোগ্যতা 
  • পেশা 
  • বার্ষিক আয় 
  • পরিবারের সদস্য সংখ্যা 
  • স্বাস্থ সংক্রান্ত তথ্য 
  • অন্যান্য আর্থিক সুবিধা 
  • ভূমির পরিমাণ 

এই তথ্য গুলো সংগ্রহ করে সাবমিট করুন এবং পরের ধাপে অগ্রসর হোন। 

৩য় ধাপ – যোগাযোগের মাধ্যম 

এখানে আপনার সাথে যোগাযোগ করার যত গুলো উপায় বা মাধ্যম আছে সগুলোর তথ্য দিতে হবে। যার মধ্যে রয়েছে আপনার স্থায়ী এবং বর্তমান ঠিকানা, মোবাইল নাম্বার, ইমেইল এড্রেস ইত্যাদি। সকল তথ্য পূরণ করা হয়ে গেলে পুরো আবেদন ফরমের একটি প্রিভিউ দেখাবে সেখান থেকে পুনরায় চেক করতে পারবেন সব কিছু ঠিক ঠাক ভাবে আছে কি-না। 

সব কিছু ঠিক ঠাক থাকলে সাবমিট অপশনে ক্লিক করবেন। এবার পপ-আপ উপায়ে আবেদন ফরম ডাউনলোড করার অপশন আসবে সেখান ক্লিক করে ডাউনলোড করে নিন অথবা প্রিন্ট করুন। উক্ত প্রিন্ট করা আবেদন ফরমটি নিয়ে চলে যান সমাজসেবা অধিদপ্তরে এবং প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো জমা দিন। 

উল্লেখ্য যে, সমাজসেবা অধিদপ্তরে আপনাকে অবশ্যই যেতে হবে, অনলাইন – অফলাইন উভয় উপায়ে আবেদন করার জন্যই। এবং প্রতি বছরই কত তারিখ আবেদন শুরু ও শেষ হবে তা পরিবর্তনশীল সমাজসেবা অধিদপ্তরের পক্ষ থেকে। উক্ত বিশয়ে প্রতিবছরই নোটিশ দেয়া হয় যার জন্য সমাজসেবা অধিদপ্তরের ওয়েবসাইট চেক করুন।

বয়স্ক ভাতা আবেদন ফরম 

পিক ১

মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বয়স্ক ভাতা প্রাপ্তি 

সরকার থেকে প্রদানকৃত সকল প্রকার অনুদান এখন অনলাইনে মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে দেয়া হয়ে থাকে যাতে করে সকলেই হাতে হাতে টাকা গ্রহন করতে পারে কোনো প্রকার প্রতারণা ও সমস্যার সৃষ্টি না হয়েই। আপনি যথা সময়ে নির্ধারিত অর্থ নিজ একাউন্টে পেয়ে যাবেন। 

এক্ষেত্রে আপনি যে নাম্বারটি প্রদান করেছেন সেই নাম্বারে মোবাইল ব্যাংকিং প্লাটফর্ম যেমনঃ বিকাশ, নগদ একাউন্ট খুলে রাখুন। আপনি যদি জানতে চান বিকাশ একাউন্ত কিভাবে খোলা যায় বা নগদ একাউন্ট খোলার নিয়ম তাহলে আর্টিকেল গুলো পড়েই জানতে পারবেন। 

আর্টিকেল থেকে যা শিখলেন 

পরিশেষে, এই ছিলো “বয়স্ক ভাতা অনলাইন আবেদন করার নিয়ম” সম্পর্কে বিস্তারিত আর্টিকেল যেখানে আলোচনা করা হয়েছে বয়স্ক ভাতা এর সাথে যুক্ত বিষয় যেমন – ভাতা পাওয়ার শর্ত, যোগ্যতা, টাকার পরিমাণ, প্রয়োজনীয় ডকুমেন্টস ও অনলাইনে বয়স্ক ভাতা এর জন্য আবেদন কিভাবে করা যায় সেই নিয়ম সম্পর্কে। সরকারী অন্যান্য সেবা গুলো গ্রহন সংক্রান্ত তথ্য জানতে বাংলা আলো ওয়েবসাইটের জাতীয় ক্যাটাগরিটি অনুসরণ করুন। এবং ভাতা সংক্রান্ত তথ্যের জন্য এখানে ক্লিক করুন। ধন্যবাদ। 

Visited 18 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here