বরিশাল আগৈলঝাড়া ও গৌরনদী উপজেলায় বিএনপির করোনা হেল্প সেল উদ্ধোধন
বৈশ্বিক মহামারী করোনা প্রতিরোধে স্থানীয় মানুষদের সহায়তার জন্য বরিশাল জেলার গৌরনদী ও আগৈলঝাড়া উপজেলায় ‘বিএনপির করোনা হেল্প সেল’ উদ্বোধন করা হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপার্সন দেশনায়ক তারেক রহমানের নির্দেশে সোমবার, আগস্ট ২, ২০২১,
এক ভার্চুয়াল অনুষ্ঠানে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি জহির উদ্দিন স্বপন এর সার্বিক তত্ত্বাবধানে করোনা মোকাবিলায় গঠিত ইমারজেন্সি রেসপন্স টিম-ইআরটি ও জিয়াউর রহমান ফাউন্ডেশন-জেডআরএফ’র যৌথ উদ্যোগে গৌরনদী-আগৈলঝাড়া উপজেলায় ‘করোনা হেল্প সেল’ এর শুভ উদ্বোধন ঘোষণা করে।
বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও করোনা প্রতিরোধে দলের কেন্দ্রীয় সেলের আহ্বায়ক ইকবাল হাসান মাহমুদ টুকু।
উদ্বোধনী বক্তব্যে তিনি উপজেলা পর্যায়ে দলের পক্ষে ‘করোনা হেল্প সেল’ গঠনে স্থানীয় বিএনপির সকল নেতৃবৃন্দকে বিশেষ ধন্যবাদ জানান।
তিনি করোনা টিকা রেজিস্ট্রেশন কার্যক্রমে দলীয় নেতাকর্মী বিশেষ করে ছাত্রদল নেতাকর্মীদের ভূমিকা রাখার প্রতি পরামর্শ দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সাবেক সাংসদ এবং করোনা প্রতিরোধে স্থানীয় মানুষদের সর্বাত্মক সহযোগিতার অংশ হিসেবে গঠিত ‘ইমার্জেন্সি রেসপন্স টিম’ প্রধান জহির উদ্দিন স্বপন স্বাগত বক্তব্য রাখেন।
বাংলা আলো সকল খবর পড়ুন
এ সময় ভার্চুয়ালি যুক্ত ছিলেন বিএনপি বরিশাল (উত্তর) জেলা শাখা সভাপতি, সাবেক এমপি মোঃ মেজবাহ উদ্দিন ফরহাদ, সিনিয়র সহসভাপতি দেওয়ান মোঃ শহিদুল্লাহ্, সিনিয়র যুগ্মসাধারণ সম্পাদক আবিদুর রহমান হুমায়ুন, গৌরনদী উপজেলা বিএনপি সভাপতি আলহাজ্ব আবুল হোসেন মিয়া, গৌরনদী পৌর বিএনপির সাবেক সভাপতি মিজানুর রহমান খান মুকুল, গৌরনদী উপজেলা বিএনপির যুগ্মআহবায়ক বদিউজ্জামান মিন্টু, বরিশাল (উত্তর) জেলা বিএনপি নেতা ও যুবদলের সাবেক কেন্দ্রীয় সদস্য রফিকুল ইসলাম কাজল, পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সম্প্রতি অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনের মেয়র প্রার্থী জহির সাজ্জাদ হান্নান শরীফ, জেলা বিএনপি সদস্য মোল্লা বশির আহমেদ পান্না, আগৈলঝাড়া উপজেলা বিএনপি নেতা শিকদার হাফিজ, সরোয়ার হোসেন মিয়া, গৌরনদী উপজেলা বিএনপি নেতা শরীফ সাহাবুব হাসান, ফজলুল হক সরদার, জাহাঙ্গীর মৃধা, গৌরনদী পৌর বিএনপি নেতা জাকির শরিফ, মোঃ ফরিদ মিয়া, শামিম খলিফা, আগৈলঝাড়া উপজেলার যুবদল নেতা আবুল হোসেন মোল্লা, এনায়েত হোসেন মনু, কার্তিক চন্দ্র বেপারী সহ অন্যান্য নেতৃবৃন্দ।