বাগেরহাট জেলা প্রতিনিধি।
বাগেরহাট সদর উপজেলার মাধ্যমিক উপজেলা শিক্ষা অফিসার মাছুদা আক্তারের আত্নার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সদর উপজেলার আল-ইসলাহ একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস ও শিক্ষক-কর্মচারী চিকিৎসা কল্যান সমিতির উদ্যোগে মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক ও সুধীজন নিয়ে মরহুম শিক্ষা অফিসারের আত্নার শান্তির জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামরুজ্জামান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান খান রেজাউল ইসলাম, শিক্ষাবিদ অধ্যাপক মোজাফফর রহমান, প্রাক্তন জেলা শিক্ষা অফিসার মোঃ আকরাম হোসেন, বাগেরহাট কামিল মাদ্রাসার অধ্যক্ষ আবুল কালাম শেখ, বাগেরহাট সরকারী বালিকা বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক কবিরুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার এসএম হিশামুল হক প্রমুখ।
দোয়া অনুষ্ঠানের আগে শিক্ষা অফিসার মাছুদা আক্তারের উদ্যোগে গঠিত বাগেরহাট শিক্ষক-কর্মচারী চিকিৎসা কল্যান সমিতির নামে জমি ক্রয় করে সমিতিকে বেগবান করে শিক্ষা অফিসারের মনোবাসনা পুর্ন করার কথা ব্যক্ত করা হয়।