হসপাতাল থেকে বাসায় ফিরেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেরিজভী ট রুহুল কবির রিজভী আহমেদ। মঙ্গলবার, নভেম্বর ২৪, ২০২০ বেলা সাড়ে এগারোটায় রাজধানীর ল্যাবএইড হাসপাতাল থেকে তিনি ছাড়পত্র পান।
হার্টে রিং পরানোর পর এখন সুস্থ আছেন রুহুল কবির রিজভী আহমেদ। তবে তাকে বাসায় কমপক্ষে এক সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। এরপর তিনি ধীরে ধীরে স্বাভাবিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবেন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
রিজভীর সহকারী আরিফুর রহমান তুষার বলেন, তিনি আজ বেলা এগারোটায় হাসপাতাল ছেড়েছেন। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি। বিশেষ করে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি তিনি কৃতজ্ঞতা জানিয়েছেন।
বাসায় ফিরেছেন রিজভী আহমেদ
এছাড়া অসুস্থ হওয়ার পর থেকে দলীয় নেতাকর্মী ছাড়াও যারা দেশ-বিদেশ থেকে খোঁজ-খবর নিয়েছেন, সুস্থতার জন্য দোয়া করেছেন তাদেরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন রিজভী। সেই সঙ্গে ল্যাবএইড হাসপাতালের চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মকর্তাকেও তিনি ধন্যবাদ জানিয়েছেন।
#RizviAhmed #রিজভীআহমেদ