বরিশাল বিএনপি মহিলা দলের সভায় আ.লীগের হামলা স্বর্ণের চেইন-ফোন ছিনতাই, আহত ১০
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলা ও পৌর মহিলা দলের কর্মীসভায় হামলা চালিয়েছেন শ্রমিকলীগ ও ছাত্রলীগ নেতাকর্মীরা। এতে অন্তত ১০ নারী আহত হয়েছেন। এসময় পাঁচজনের স্মার্টফোন ও একজনের স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়।
শুক্রবার, জানুয়ারি ১৪, ২০২২, সকালে মেহেন্দিগঞ্জ পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডের চুনারচর এলাকায় শুক্কুর বেপারী নামের স্থানীয় এক বিএনপি নেতার বাড়িতে এ কর্মীসভার আয়োজন করা হয়। সকাল সাড়ে ১০টার দিকে হামলার ঘটনা ঘটে।
জেলা মহিলা দলের সভাপতি সাহেলা শারমিন মিমো অভিযোগ করে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে কর্মীসভা শুরু হয়। সভায় উপজেলা ও পৌর মহিলা দলের শতাধিক নেত্রী-কর্মী অংশ নেন।
তিনি (সাহেলা শারমিন মিমো) প্রধান অতিথি ছিলেন। সভা শুরু হওয়ার কিছুক্ষণের মধ্যে উপজেলা শ্রমিকলীগের সাধারণ সম্পাদক বাবুল হাওলাদার,
পৌর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম ও পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের শ্রমিকলীগের সভাপতি আমির চৌকিদারের নেতৃত্বে ৪০-৪৫ জন শ্রমিকলীগ এবং ছাত্রলীগের নেতাকর্মী লঠিসোটা, জিআই পাইপ ও রামদা নিয়ে হামলা চালান।
হামলায় বরিশাল মহানগর মহিলা দলের নেত্রী তাছলিমা আক্তার পলি, উপজেলা মহিলা দলের আহ্বায়ক বিলকিস আক্তার, উপজেলা মহিলা দলের যুগ্ম-আহ্বায়ক ও মহেন্দিগঞ্জ পৌরসভা ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত কাউন্সিলর রাশেদা বেগম বিউটি, মহিলা দলের যুগ্ম-আহ্বায়ক আরজু বেগমসহ ১৫ থেকে ২০ জন আহত হন।
হামলার সময় সাহেলা শারমিন মিমোর স্মার্টফোন, মহানগর মহিলা দলের তাছলিমা আক্তার পলির স্বর্ণের চেইন ও স্মার্টফোন, যুগ্ম-আহ্বায়ক রাশেদা বেগম বিউটির স্মার্টফোনসহ আরও দুই নেত্রীর স্মার্টফোন ছিনিয়ে নেওয়া হয়।
এসময় কর্মীসভার চেয়ার-টেবিল ও শুক্কুর বেপারীর বাড়ির আসবাবপত্র ভাংচুর করা হয়।
হামলায় আহত কাউন্সিলর রাশেদা বেগম বিউটি বলেন, তার শরীরের বিভিন্ন জায়গায় লাঠি দিয়ে আঘাত করা হয়েছে।