বড় ভাইয়ের পর ছোট ভাইয়ের প্রানও কেড়ে নিলো স্বপ্নের সৌদি আরব
সৌদি আরবের আল তোরাইব এলাকার একটি হাসপাতালে করোনা উপসর্গ নিয়ে চিকিৎসাধীন অবস্থায় পিরোজপুরের মঠবাড়িয়ার সাপলেজা গ্রামের শাহ জালাল ছগির।
পঞ্চায়েত (৩৮) বাংলাদেশ সময় গতকাল শনিবার বিকেল পৌনে ৫ টার সময় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহ ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।
তিনি সাংবাদিক মরহুম ইব্রাহীম খলিল মন্টুর ছোট ভাই। জানাগেছে, গত ১০-১২ দিন ধরে তিনি করোনা উপসর্গ নিয়ে অসুস্থ ছিলেন। গত ৭ থেকে ৮ দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
এর আগে তার বড় ভাই ইব্রাহীম খলিল মন্টু সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মারা যান।
মন্টু মঠবাড়িয়ায় একজন জনপ্রিয় সাংবাদিক হিসেবে পরিচিত ছিলেন। মঠবাড়িয়ায় সাংবাদিক সংগঠনের ব্যানারে প্রতি বছর তার মৃত্যুবার্ষিকী পালন করা হয়।
accounting homework helper homework persuasive essay help me write a report
small payday loans nz dcu cash advance fee texas cash advance laws
worst online payday loans cashco loans salem or cash advance lebanon mo
cialis na sprzedaЕј cheapest price cialis cialis as a party drug