মালয়েশিয়া করোনা ভাইরাস আপডেট, ২৪ ঘন্টায় আক্রান্ত ৮৬৫
আবার ও বেড়েছে মালয়েশিয়া করোনা ভাইরাস , মালয়েশিয়ার সকল প্রবাসী রা আছে কাজ হারানোর ভয়ে।
মালয়েশিয়া করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দিনে দিনে বেড়েই চলেছে। ১৯ই অক্টোবর ২০২০, নতুন করে ৮৬৫ জন শনাক্তের কথা জানিয়েছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
মালয়েশিয়াতে কয়েকমাস করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকার পর গত ২৪ ঘণ্টায় নতুন করে ৮৬৫ জন আক্রান্ত হয়েছেন।
মালয়েশিয়া সর্বমোট করোনা ভাইরাস আপডেট আক্রান্তঃ ২১,৩৬৩ জন।
গত ২৪ ঘন্টায় মৃতের সংখ্যাঃ ৩ জন
সর্ব মোট মৃতের সংখ্যাঃ ১৯০ জন।
গত ২৪ ঘন্টায় সুস্থ হয়েছেনঃ ৪৫৫ জন
সর্বমোট সুস্থ হয়েছেন মোটঃ ১৩,৭১৭ জন।
বাংলা আলো নিউজ এর সকল খবর দেখতে ক্লিক করুন :
নতুন করোনা ভাইরাস আক্রান্ত :
সাবাহ-৬৪৩
সেলানগর-১০৭
লাবুয়ান-৩৪
পু-পেনাং-২৬
পেরাক-১৮
মালাকা-১৬
কেএল-৭
নেগেরি-সিম্বিলান-৪
কেডাহ-৩
পুত্রজায়া-৩
জোহর-২
পাহাং-১
তেরেংগানু-১
সকল প্রবাসীরা সাবধানে থাকুন।
Source: Kementarian khsihatan malaysia.
লাইক,কমেন্ট,শেয়ার করে খবর গুলো সবাই কে দেখার সুযোগ করে দিন