মালয়েশিয়া সরকারের মানব সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর সাথে মালয়েশিয়া হাইকমিশনার জনাব মহ. শহীদুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেছেন
০৯ জুলাই ২০২০ তারিখ মালয়েশিয়া সরকারের মানব সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী দাতুক সেরি এম. সারাভানান এর সাথে মানব সম্পদ মন্ত্রণালয়ে মালয়েশিয়ায় নিযুক্ত বাংলাদেশের মান্যবর হাইকমিশনার জনাব মহ. শহীদুল ইসলাম সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় বাংলাদেশি কর্মীদের নিয়োগকর্তা পরিবর্তন, ডিটেনশন ক্যাম্পে অবস্থানরত বাংলাদেশি নাগরিককে কাজে নিয়োগ দান, অবৈধদের বৈধকরণ, বাংলাদেশে ছুটিতে থাকা কর্মীদের মালয়েশিয়ায় আগমন ও কাজে যোগদান, এবং কর্মীদের সুরক্ষা ও সার্বিক কল্যাণ বিষয়ে আন্তরিক আলোচনা হয়।
মান্যবর হাইকমিশনার নবনিযুক্ত মাননীয় মানবসম্পদ মন্ত্রীকে অভিনন্দন জানান এবং করোনাকালে সাক্ষাৎকার প্রদান করায় ধন্যবাদ জানান।