ময়মনসিংহের ত্রিশালে করোনা ভাইরাস মোকাবেলায় র্যালি মাস্ক বিতরণ
আজ সকালে (৮ ডিসেম্বর) উপজেলা পরিষদ চত্বর করোনা ভাইরাস মোকাবেলায় যুগান্তর স্বজন সমাবেশ ও পাওয়ার আইটি অর্গানাইজেশনের উদ্যোগে জনসচেতনতায় র্যালি ও বিনামূল্যে মাস্ক বিতরণ করেনi
উক্ত র্যালিতে উপস্থিত ছিলেন ত্রিশাল উপজেলা নির্বাহী অফিসার মোস্তাফিজুর রহমান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মোখলেছুর রহমান সবুজ,ত্রিশাল বার্তা সম্পাদক শামীম আজাদ আনোয়ার, ত্রিশাল প্রেসক্লাবের সাবেক সভাপতি পাওয়ার আইটি অর্গানাইজেশানের চেয়ারম্যান খোরশিদুল আলম মজিব, ত্রিশাল নিউজ ক্লাবের সভাপতি রফিকুল ইসলাম শামীম,
বাংলা আলো নিউজ এর সকল খবর দেখতে ক্লিক করুন :
ত্রিশাল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিম, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি মনিরুল হক খান, ত্রিশাল প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফয়জুর রহমান ফরহাদ, আমার সংবাদ পত্রিকার ত্রিশাল উপজেলা প্রতিনিধি মামুনুর রশিদ প্রমুখ।
I used to be able to find good information from your blog articles. Chandal Maje Clifton
great points altogether, you just received a new reader. What could you suggest in regards to your publish that you made some days ago? Any sure? Lindsay Barny Stoffel