শিক্ষিত লোকেরা চা বেচে। লজ্জা করে না এই শিক্ষামন্ত্রীর। মাহমুদুর রহমান মান্না
তারা (সরকার) বসে বসে ডুগডুগি বাজায়! আমরা তো উন্নয়নের মহাসড়কেই উঠে গেছি।
উন্নয়ন মানেই কি মগবাজার ফ্লাইওভার? পত্রিকায় পড়েছি সব শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে কিন্ডারগার্টেনও বন্ধ, কিন্ডারগার্টেন মানে একটি বিশেষ মানের শিক্ষাপ্রতিষ্ঠান।
এর একজন প্রিন্সিপাল নিজের শিক্ষাপ্রতিষ্ঠানের চেয়ারটেবিল বিক্রি করে ভাড়া পরিশোধ করেছেন, এরপর গ্রামে গেছেন।
গ্রামের বাজারে চা বিক্রি করছেন। লজ্জা করে না এই শিক্ষামন্ত্রীর? লজ্জা করে না এই প্রধানমন্ত্রীর?’
এ ধরনের ঘটনা এমন কী ভ্যানগাড়ি চালায়, রিকশা চালায়, শিক্ষিত মানুষ যারা চাকরি হারিয়েছেন যাদের প্রতিষ্ঠান বন্ধ।
গ্রাম-গ্রামান্তরে অনেক মানুষ এমন। বাংলাদেশে শিক্ষার চূড়ান্ত অপমান এ রকম করে হচ্ছে।
মাহমুদুর রহমান মান্না
আহ্বায়ক, নাগরিক ঐক্যে
শনিবার, জুন ১৯, ২০২১, সকালে, জাতীয়প্রেসক্লাবের সামনে মানববন্ধনে