মুশফিক ও লিটনের ব্যাটে চালকের আসরে বাংলাদেশ
ব্যাটিং ব্যর্থতার পর লিটন ও মুশফিকের দারুন এক জুটিতে ভর করে প্রথম দিনের খেলা শেষে চালকের আসনে বাংলাদেশ।
ক্যারিয়ারে প্রথম টেস্ট সেঞ্চুরি করে অপরাজিত লিটন। ১১৩ রান করেছেন এই ক্লাসিক ডানহাতি ব্যাটসম্যান।
এছাড়াও মুশফিক অপরাজিত রয়েছেন ৮২ রান।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক মমিনুল হক।
তবে শুরু থেকেই বাংলাদেশের উপর চেপে বসে পাকিস্তান। মনে হচ্ছিল টিটুয়েন্টি সিরিজের পর টেস্ট সিরিজেও ধরাশায়ী হতে যাচ্ছে বাংলাদেশ। দলীয় ১৯ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ।
দারুন শুরু করা সাইফ বিদায় নেন ১২ বলে ৩ চার হতে ১৪ রান করে। সমান রান করে বিদায় নেন সাদমানও।
চট্টগ্রামের মাঠে দুর্দান্ত রেকর্ডের মালিক অধিনায়ক মমিনুল থাকতে পারেন নি বেশি সময়। দলীয় ৪৭ রানে ব্যক্তিগত ৬ রানে বিদায় নেন তিনিও।
চাপে পরা বাংলাদেশ ৪র্থ উইকেট হারায় ৪৯ রানে। এবার বিদায় নেন শান্ত।
এরপর যেন গল্পটা পুরো বাংলাদেশের ইনিংসের। দুই নতুন ব্যাটসম্যান যারা সমালোচিত হয়েছিল বিশ্বকাপ পারফর্মেন্সের জন্য।
এদিন তারাই বাচিয়ে দেয় বাংলাদেশের টেস্ট দল কে। দেখেশুনে ব্যাটিং করতে থাকেন মুশফিক ও লিটন, এগিয়ে নিতে থাকেন বাংলাদেশ কে।
সাবেক ও বর্তমান উইকেট কিপার সেঞ্চুরি পার্টনারশিপ গড়ার পথে তুলে নেন অর্ধশতক।
তবে এখানেই থেমে থাকেন নি লিটন দাস। আরও এগিয়ে যেতে থাকেন তিনি। তুলে নেন ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরি।
দিনশেষে অপরাজিত আছেন দুইজনই। তাদের অবিচ্ছিন্ন জুটিতে এসেছে ২০৪ রান। শেষ পর্যন্ত বাংলাদেশ দিন শেষ করেছে ৪ উইকেটে ২৫৩ রানে।
লিটন ১১৩ ও মুশফিক অপরাজিত রয়েছেন ৮২ রানে। কাল আবার ব্যাট করতে নামবেন এই দুইজন ডানহাতি ব্যাটসম্যান।
প্রথম দিনের খেলা শেষে পিচ কে দোষারোপ করেছে পাকিস্তানি খেলোয়াররা। অধিনায়ক বাবর আজম জানিয়েছে, পিচ টিপিকাল বাংলাদেশি পিচ, যা ব্যাটিং বান্ধব।
হাসান আলিও তার সাথে সুর মিলিয়ে বলেন, ‘দেখুন পিচটা ধীর গতির। আমরা সবাই জানি এখানে স্লো পিচ হয়।
আমাদের ঠিক জায়গায় বোলিং করতে হবে। চেষ্টা করব ঠিক জায়গায় বোলিং করতে, যাতে ব্যাটাররা ভুল করে এবং আমাদের উইকেট নেওয়ার বেশি সুযোগ আসে।’
দিনের খেলা শেষে ব্যাটিং কোচ অ্যাশওয়েল প্রিন্সও হেটেছেন একই পথে, তিনি বললেন, এই উইকেট ব্যাটিং বান্ধব।
তিনি বলেন, ‘পিচ ব্যাটিংয়ের জন্য ভালো। আমরা জানি না কত রান যথেষ্ট হবে।’
সংক্ষিপ্ত সংগ্রহ – প্রথম দিন শেষে
টস – বাংলাদেশ
বাংলাদেশ : ২৫৩/৪ (৮৫ ওভার)
লিটন ১১৩*, মুশফিক ৮২*, সাইফ ১৪, সাদমান ১৪, শান্ত ১৪, মুমিনুল ৬
হাসান ৩৮/১, ফাহিম ৩৮/১