মেজর সিনহা হত্যার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্ট ফাঁসে ড. তুহিন মালিক যা বলেন ভেরিফাই ফেসবুক পেইজ এ ।
মেজর সিনহা হত্যার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটির রিপোর্টটি লুকিয়ে রাখা গেলো না।
রিপোর্টটি ফাঁস হয়ে গেলো। ১৩ দফার এ রিপোর্টটির মধ্যে সবচাইতে ভয়ংকর তথ্যটিও জাতি জেনে গেলো।
তা হলো, ওসি প্রদীপ নিয়ম ও আচরণবিধি ভেঙে একটি বিদেশি দূতাবাসে যোগাযোগ করেছে। এতদিন ধরে দেশের মানুষ জানতো, প্রদীপদের ক্রসফায়ারে দেশের মানুষগুলো মারা যাচ্ছে।
আর আজকে জানলো, প্রদীপদের ক্রসফায়ারে শুধু দেশের মানুষই নয়, দেশের সার্বভৌমত্বও মারা যাচ্ছে।
যদিও এর আগে তদন্ত রিপোর্টটি মিডিয়ায় প্রকাশের দাবি জানিয়েছিলেন বিএনপির সংসদ সদস্যরা।
তবে ইতিমধ্যেই সেটা ফাঁস হয়ে পত্রিকায় চলে এসেছে। এদিকে এর প্রতিক্রিয়ায় আজকে স্বরাষ্ট্রমন্ত্রী বললেন, ‘পত্রিকায় কীভাবে প্রকাশ হলো সেটা আমার জানা নেই। যে প্রকাশ করেছে ও তথ্য সরবরাহ করেছে তারা কাজটি সঠিক করেনি।’
দেশের স্বাধীনতা-সার্বভৌমত্বে আঘাতকারী চক্রের মুখোশ উম্মোচন করার কাজটি যদি সঠিক না-ই হয়।
তাহলে আপনারাই কেন এই দেশবিরোধী চক্রের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে নিজেদের সৎসাহস ও দেশপ্রেমের পরিচয়টা দিচ্ছেন না?
যেহেতু ইস্যুটি গুরুত্বর এবং রাষ্ট্রের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্ন জড়িত। তাই সরকারকেই জাতির কাছে তার নিজের অবস্থানের প্রমান দিতে হবে।
Comments 1