বাগেরহাট জেলা প্রতিনিধিঃ
মোরেলগঞ্জে ৬ষ্ঠ শ্রেণির ছাত্রকে পিটিয়ে হাসপাতলে পাঠানো সেই ইউপি মেম্বর মহসিন খানকে গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসি।
সোমবার বেলা ১১টায় শহীদ মার্কেট এলাকায় মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ গ্রহন করেন। তারা শিশুছাত্র রসুল হাওলাদারকে নির্যাতনের প্রতিবাদ ও নির্যাতনকারি মেম্বরকে গ্রেফতারের দাবি জানান। রসুল স্থানীয় উত্তর পুটিখালী দাখিল মাদরাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
প্রসংগত, শনিবার দুপুরে মাছ চুরির অপবাদ দিয়ে উত্তর পুটিখালী গ্রামের শিশুছাত্র রসুলকে(১১) ধরে নিয়ে লাঠি দিয়ে পেটান মহসিন মেম্বর। গুরুতর আহত অবস্থায় শিশুটিকে ওই দিন হাসপাতালে ভর্তি করা হয়।
রবিবার এ ঘটনায় থানায় মামলা দায়ের হলে মোবাইল ফোন বন্ধ করে গা ঢাকা দেন ওয়ার্ড মেম্বর মহসিন খান।