যাও পাখি বলো তারে লিরিক্স । মনপুরা । jao pakhi Bolo Tare

0
20

যাও পাখি বলো তারে লিরিক্স

jao pakhi Bolo Tare

ছবিঃ মনপুরা 

বুকের ভেতর নোনা ব্যাথা, চোখে আমার
ঝরে কথা
এপার ওপার কোন পার একা।

সোনার ও পালঙ্কের ঘরে লিখেরেখে ছিলেম দ্বারে,
যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,

সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে…

বুকের ভেতর নোনা ব্যাথা, চোখে আমার
ঝরে কথা,
এপার ওপার কোন পার একা।

যাও পাখি বলো তারে ( jao pakhi Bolo Tare) সে যেন ভোলে না মোরে,
সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে…

মেঘের ওপর আকাশ ওড়ে, নদীর ওপার পাখির বাসা,
মনে বন্ধু বড় আশা।।

যাও পাখি যারে উড়ে, তারে কইও আমার হয়ে,
চোখ জ্বলে যায় দেখবো তারে, মন চলে যায়
অ’দূর দূরে,।

যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,
সুখে থেকো ভালো থেকো মনে রেখো এ আমারে,

সোনার ও পালঙ্কের ঘরে লিখেরেখে ছিলেম দ্বারে,
যাও পাখি বলো তারে, সে যেন ভোলে না মোরে,

সুখে থেকো ভালো থেকো, মনে রেখো এ আমারে…

গানটির ফুল ভিডিও দেখতে ভিজিট করুন  

Visited 8 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here