গণতন্ত্র না থাকায় রাজনৈতিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে
— এমরান সালেহ প্রিন্স
বিএনপির সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, গণতান্ত্রিক পরিবেশ না থাকায় বাংলাদেশে রাজনৈতিক বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। যতই প্রশিক্ষণ দেয়া হোক না কেনো, গণতন্ত্র না থাকায় তা বাস্তবায়ন করা দুরহ।
শনিবার, সেপ্টেম্বর ২৫, ২০২১, সকালে ময়মনসিংহে এক হোটেলে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল আয়োজিত ‘স্ট্রাটেজিক প্ল্যানিং ওয়ার্কশপ’ এ প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
ময়মনসিংহ মহানগর বিএনপির আহ্বায়ক অধ্যাপক এ,কে,এম শফিকুল ইসলামের সভাপতিত্বে ও যুগ্ম আহবায়ক আবু ওয়াহাব আকন্দের পরিচালনায় মহানগর নেতৃবৃন্দের সমন্বয়ে ওয়ার্কশপে মূল বক্তব্য উপস্থাপন করেন ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র পরিচালক আবদুল আলীম। দিন ব্যাপী ওয়ার্কশপে ময়মনসিংহ মহানগর বিএনপির জন্য আগামী দুই বছরের কৌশলগত পরিকল্পনা প্রনয়নে গ্রুপ পর্যালোচনা করে কর্ম পরিকল্পনা তৈরী করা হয়।
অনুষ্ঠানে সৈয়দ এমরান সালেহ প্রিন্স ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর প্রতি জনগণের হৃত গণতান্ত্রিক ও ভোটের অধিকার ফিরিয়ে আনতে সহযোগিতা কামনা করেন।
Bangla alo YouTube visit now
তিনি আদর্শবান, সু -শৃঙ্খল দল গড়ে তুলতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহ্বান জানিয়ে বলেন, নীতি,আদর্শ, কর্মসূচির ভিত্তিতে আদর্শবান কর্মী তৈরী করতে হবে। তৃণমূল পর্যায়ে শক্তিশালী নেটওয়ার্ক তৈরি করে নেতা,কর্মী, সমর্থক, শুভানুধ্যায়ীদের সাথে নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। অধিক হারে নারীসহ সকল শ্রেনী পেশার মানুষকে দলে সম্পৃক্ত করতে হবে। তিনি কামনা করে ওয়ার্কশপে প্রণীত কর্মপরিকল্পনা বাস্তবায়নের তাগিদ দেন।
ওয়ার্কশপে ময়মনসিংহ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক শেখ আমজাদ আলী,কাজী রানা,এড.আবদুল হান্নান খান, শামীম আজাদ,মাহবুবুল আলম, বিএনপি নেতা রতন আকন্দ,সুলতান আহমেদ, ইকবাল চৌধুরী বাবলা, সৈয়দ শরীফ,পার্থ সারথী সিনহা, আতিয়া ফাইরুজ মলি,খন্দকার মাহবুবা,জামাল উদ্দিনসহ ২০ নেতা অংশ নেন।
ওয়ার্কশপে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর সিনিয়র প্রোগ্রাম অফিসার শাম্মী লায়লা ইসলাম, আঞ্চলিক সমন্বয়কারী নার্গিস আক্তার সহযোগিতা করেন।
বাংলা আলো খবর পড়ুন