বাগেরহাট জেলা, শরণখোলার ৩৮টি প্রতিষ্ঠানের জলাশয়ে মাছের পোনা বিতরণ করেছে মৎস্য বিভাগ। মঙ্গলবার দুপুর ১২টার দিকে উপজেলা পরিষদের পুকুরে আনুষ্ঠানিকভাবে পোনা অবমুক্ত করে বিতরণের উদ্বোধন করেন ইউএনও সরদার মোস্তফা শাহিন।
এসময়, জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায়, সাউথখালী ইউনিয়নের চেয়ারম্যান মো. মোজাম্মেল হোসেন, খোন্তাকাটা ইউনিয়নের চেয়ারম্যান জাকির হোসেন খান মহিউদ্দিনসহ জলাশয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
উপজেলার জ্যেষ্ট মৎস্য কর্মকর্তা বিনয় কুমার রায় বলেন, ২০২০-২০২১ অর্থ বছরে রাজস্ব বাজেটের আওতায় প্রাতিষ্ঠানিক জলাশয়ে মাছের পোনা বিতরণ করে মৎস্য অধিদপ্তর।
সে অনুযায়ী শরণখোলার ৩৮টি প্রতিষ্ঠানের জলাশয়ে ৩৭৮কেজি রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।