সাড়ে ৬ মাস পর কেন্দ্রীয়কার্যালয়ে রিজভী আহমেদ
করোনাভাইরাস থেকে সুস্থ হয়ে বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ দীর্ঘ সাড়ে ছয় মাস পর দলীয় কার্যালয়ে কাজ শুরু করেছেন।
বুধবার, অক্টোবর ৬, ২০২১, সকাল দশটার দিকে রুহুল কবির রিজভী নয়াপল্টনের দলীয় কার্যালয়ে প্রবেশ করেন।
এসময় তার সঙ্গে ছিলেন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার আবু আশফাক, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আমিনুল ইসলামসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন স্তরের বিপুল নেতাকর্মী। এর আগে সর্বশেষ গত ১৬ মার্চ দলীয় কার্যালয়ে বসেছিলেন তিনি।