চট্টগ্রাম মহানগরে সিএনজি চালক শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেন শাহাদাত হোসেন
চলমান লকডাউনে কর্মহীন অসহায় হতদরিদ্র সিএনজি চালক শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক ডাক্তার শাহাদাত হোসেন।
সোমবার চট্টগ্রাম মহানগরের বেশ কয়েকটি স্থানে তিনি এই ত্রাণ বিতরণ করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক, চট্টগ্রাম মহানগর বিএনপি’র আহ্বায়ক কমিটির অন্যতম সদস্য মোহাম্মদ কামরুল ইসলাম, চবি ছাত্রদলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলামসহ সিএনজি চালক দলের নেতৃবৃন্দ।
বাংলা আলো নিউজ পড়তে সাথে থাকুন
এসময় জনতার মেয়র ডাক্তার শাহাদাত হোসেন ওদের দুরবস্থার কথা শুনেন। তাদের পাশে সবসময় থাকার প্রতিশ্রুতি দেন। সরকারও বিত্তশালীদের অতিসত্বর এই অসহায় পরিবারের মাঝে সহযোগিতার হাত বাড়ানোর জন্য তিনি সবাইকে তিনি আহ্বান জানান।