সোনালী ব্যাংক ব্যালেন্স চেক। সোনালী ব্যাংক একাউন্ট ও ব্যালেন্স চেক করার নিয়ম 

0
26

সোনালী ব্যাংক ব্যালেন্স চেক করার নিয়ম জেনে সহজেই জেনে নিন আপনার বর্তমান একাউন্ট ব্যালেন্স। উক্ত আর্টিকেল জুরে থাকবে সে সকল তথ্য যার মাধ্যমে সোনালী ব্যাংক ব্যালেন্স চেক করা যায়। 

সোনালী ব্যাংক এর যেকোনো ধরনের একাউন্ট চেক করা যাবে অনলাইন, অফলাইন দুই ভাবেই। তবে এবারের আর্টিকেলে কেবল আলোচনা করবো কিভাব স্রেফ একাউন্ট ব্যালেন্স চেক করা যায় সে সম্পর্কে। এখানে আমি মোট চারটি মাধ্যম বলবো সোনালী ব্যাংকের ব্যালেন্স চেক করার জন্য। 

১) SMS এর মাধ্যমে

২) এটিএম বুথের মাধ্যমে

৩) মোবাইল অ্যাপ এর মাধ্যমে

৪) সরাসরি ব্যাংকে উপস্থিত হওয়ার মাধ্যমে 

বুজার সুবিদার্থে নিম্মে এক এক করে প্রতিটা উপায় সম্পর্কে একক ভাবে তথ্য তুলে ধরা হলো। 

SMS এর মাধ্যমে সোনালী ব্যাংকের ব্যালেন্স চেক করার নিয়ম 

যেকোনো স্থান থেকে যেকোনো সময়ে সোনালী ব্যাংক ব্যালেন্স চেক করার জন্য SMS সিস্টেম সেরা উপায় হতে পারে যদি আপনি অফলাইনে তা জানতে চান, খুব সহজ ভাবে বুঝানোর চেষ্টা করবো যে কিভাবে SMS এর মাধ্যমে সোনালী ব্যাংক একাউন্ট থেকে ব্যালেন্স চেক করতে পারবেন। মূলত SMS এর মাধ্যমে এই কাজটি করার জন্য আপনার অবশ্যই সিমের প্রয়োজন হবে। বাংলাদেশে বর্তমানে প্রচলিত ৪ টি সিম থেকে কিভাবে সোনালী ব্যাংক ব্যালেন্স চেক করবেন তা যথাক্রমে দেয়া হলো: 

SMS এর মাধ্যমে সোনালী ব্যাংক ব্যালেন্স চেক করার জন্য প্রয়োজন হবে 

১) যে নাম্বারের মাধ্যমে একাউন্ট খুলেছেন সেই নাম্বারটি

২) অগ্রণী ব্যাংক একাউন্ট নাম্বারটি 

ব্যালেন্স জানতে যেকোনো সিম অপারেটর থেকে ম্যাসেজ অপশনে গিয়ে টাইপ করুন   

SBL <space> BAL এবং পাঠিয়ে দিন 26969 এই নাম্বারে। 

উদাহরণ সরূপ :  “ SBL BAL” Send to 26969

কিছু সময়ের মধ্যে আপনার নাম্বারে একটা ম্যাসেজ আসবে যেখানে উল্লেখ থাকবে আপনার একাউন্টে কত ব্যালেন্স আছে সে সম্পর্কে। 

তাছাড়া আপনি যদি একাউন্টের শেষ ৫ টি লেনদেন সম্পর্কে জানতে চান তাহলে SMS অপশনে গিয়ে নিম্মের পদ্ধতি অনুসরন করে টাইপ করুন : 

 SBL <space> STM এবং পাঠিয়ে দিন 26969 এই নাম্বারে। 

উদাহরণ সরূপ :  “ SBL STM” Send to 26969

ATM বুথের মাধ্যমে ব্যালেন্স চেক

আপনার বাসার আশেপাশে যদি সোনালী ব্যাংক এর এটিএম বুথ থেকে থাকে তাহলে খুব সহজেই সোনালী ব্যাংক এর একাউন্টে থাকা ব্যালেন্স জানতে পারবেন। এর জন্য আপনার অবশ্যই ডেবিট কার্ড / মাস্টার কার্ড / ভিসা কার্ড থাকতে হবে। কার্ডটি বুথে দেয়ার পরেই একাউন্ট সংক্রান্ত যাবতীয় বিষয় জানার জন্য অপশন দেখানো শুরু করবে। 

মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে ব্যালেন্স চেক করার নিয়ম 

সোনালী ব্যাংক এর নিজস্ব মোবাইল ব্যাংকিং অ্যাপ আছে যেখান থেকে খুব সহজেই একাউন্টের বর্তমান ব্যালেন্স জানার পাশাপাশি আরো অনেক সেবা গ্রহন যেমনঃ যেকোনো লেনদেন, বিল পরিশোধ, মোবাইল টপআপ সহ অনেক কাজ করা যাবে তবে যেহেতু এই আর্টিকেলটি স্রেফ ব্যালেন্স চেক করা সংক্রান্ত তাই কেবল সোনালী ব্যাংকের অ্যাপ এর মাধ্যমে কিভাবে ব্যালেন্স চেক করবেন সেটা জানাচ্ছি। 

প্রথমেই আপনাকে অ্যাপটি প্লে স্ট্রোর থেকে ইন্সটল করে নিতে হবে এবং অ্যাপটির নাম হলো “Sonali e Wallet” ইন্সটল হয়ে গেলে আপনার মোবাইল নাম্বার, একাউন্ট নাম্বার ও আরো কিছু একাউন্ট সংক্রান্ত তথ্য দিয়ে রেজিস্ট্রেশন করে নিতে হবে। আর্টিকেলের বিষয়বস্তু অনুসরনের খাতিরে ধরে নিচ্ছি ইতিমধ্যে আপনার একাউন্ট করা সম্পন্ন হয়েছে এবার অ্যাপ এর ড্যাশবোডে গেলে Transaction নামক অপশনে ক্লিক করার পর দেখবেন Bank Balance এর অপশন দেখানো হচ্ছে, যেখানে ক্লিক করা মাত্রই আপনার বর্তমান একাউন্ট ব্যালেন্স দেখা যাবে। 

সরাসরি ব্যাংকে উপস্থিত হওয়ার মাধ্যমে 

আপনি সোনালী ব্যাংক এর যে শাখা থেকে একাউন্ট খুলেছেন সেই শাখায় গিয়ে আপনার একাউন্ট সংক্রান্ত কিছু তথ্য দিলে আপনার একাউন্টে থাকা বর্তমান ব্যালেন্স সম্পর্কে জানাবে যেখানের কর্মরত লোকেরা। এক্ষেত্রে আপনার কাছ থেকে যা জানতে চাইতে পারে তা হলোঃ আপনার সোনালী ব্যাংক একাউন্ট নাম্বার এবং একাউন্ট খোলার সময় যে মোবাইল নাম্বার দিয়েছেন সেই নাম্বারটি। 

সচারচর করা প্রশ্ন

১) সোনালী ব্যাংক ব্যালেন্স চেক করতে কি খরচ হয়?

=> আপনি যদি SMS এর মাধ্যমে ব্যালেন্স জানেন তাহলে কেবল অপারেটরের ক্ষেত্রে SMS চার্জ দিতে হবে তাছাড়া ব্যাংক কতৃককে ৬ মাস পর পর ৫০ টাকা + ভ্যাট প্রদান করতে হবে। এটা মূলত আপনাকে যে SMS সার্ভিসটি প্রদান করবে তার মেইটেনেন্স ফি হিসেবে ধরা হয়। 

২) সোনালী ব্যাংকের মোবাইল অ্যাপ কোথায় পাবো? এবং অ্যাপ এর মাধ্যমে ব্যালেন্স জানতে খরচ কত?

=> আপনি গুগলে Sonali e wallet লিখে অথবা এই লিংকে ক্লিক করে ডাউনলোড করতে পারেন। আর অ্যাপ বা অনলাইনে ব্যাংক সংক্রান্ত কোনো বিষয় জানতে কোনো প্রকার খরচ প্রদান করতে হয় না। অ্যাপ থেকে খরচ তখনই হয় যখন কোনো লেনদেনের কাজ করা হবে। 

তাছাড়া আপনি যদি সোনালী ব্যাংক সংক্রান্ত আরো তথ্য চান তাহলে এই মাধ্যম গুলো ট্রাই করতে পারেন: 

Head Office

35-42,44 Motijheel C/A

Dhaka -1000

Bangladesh.

PABX :0257161080-88

FAX – 88-02-9561410, 88-02-9552007

পরিশেষে,

এতোক্ষন আমরা দেখলাম কিভাবে সোনালী ব্যাংক ব্যালেন্স চেক করা যায় এবং সেই সাথে জরিত সকল বিষয় সমূহ। আশা উক্ত বিষয়টি আপনার সমস্যা সমাধানে ও একাউন্ট ব্যালেন্স জানার ক্ষেত্রে উপরকারী হবে।অন্যান্য ব্যাংক একাউন্ট ব্যালেন্স সম্পর্কে জানতে অথবা ব্যাংক সংক্রান্ত অন্যসব তথ্য জানতে ওয়েবসাইটি ভিজিট করুন। ধন্যবাদ।  

Visited 166 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here