পুরান ঢাকা বংশাল এলাকার মোগলটুলীতে জিয়াউর রহমান উচ্চ বিদ্যালয়ের নাম পরিবর্তন করার প্রতিবাদে রোববার, নভেম্বর ২৯, ২০২০ বিক্ষোভ করেছে স্থানীয় এলাকাবাসী ও বিএনপি নেতাকর্মীরা। এ সময় বিক্ষুব্ধ এলাকাবাসী স্কুলের পরিবর্তিত নামফলক কালো কালি দিয়ে মুছে দেয়।
এ সময় স্থানীয় বাসিন্দারা ছাড়াও আরও উপস্থিত ছিলেন বিএনপির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি হাবিব-উন নবী খান সোহেল এবং ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন।
স্কুলের পরিবর্তিত নামফলক কালো কালি
অবিভক্ত ঢাকার শেষ মেয়র প্রয়াত সাদেক হোসেন খোকা ২০০৬ সালের ২৫ মার্চ জিয়াউর রহমানের নামে এ বিদ্যালয়টি প্রতিষ্ঠা করেছিলেন।
কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে সম্প্রতি বিদ্যালয়ের নাম পরিবর্তন করে মোগলটুলি উচ্চ বিদ্যালয় করা হয়েছে। এলাকাবাসী বা কারও চাহিদা না থাকলেও সিটি কর্পোরেশন থেকে বিদ্যালয়টির নাম পরিবর্তন করায় এ ক্ষোভ।
বাংলা আলো ফেসবুক পেইক এ লাইক দিন