আবারও অল্প রানেই আটকে গেল বাংলাদেশ

0
27

আবারও অল্প রানেই আটকে গেল বাংলাদেশ

পাকিস্তানের বিপক্ষে ২য় টিটুয়েন্টি ম্যাচে টস জিতে বাংলাদেশ আগে ব্যাট করতে নেমে শান্তর ব্যাটে ভর করে ও পাকিস্তানের বোলারদের দাপটে টাইগাররা সংগ্রহ করে ১০৮ রান।

সর্বোচ্চ ৪০ রান করেন শান্ত। টস জিতে এদিনও ব্যাট করার সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ।

প্রথম ম্যাচের মত এদিনও দুর্দশা কাটেনি ওপেনিং জুটিতে। প্রথম ওভারেই বিদায় নেন সাইফ।

আগের ম্যাচের পর এদিনও ব্যর্থ তিনি। আরেক ওপেনার নাঈম শেখ করেন মাত্র ২ রান।

এরপর শান্ত ও আফিফ মিলে চেষ্টা করেন বাংলাদেশ কে এগিয়ে নেয়ার।

যদিও তাদের ইনিংস ছিলো ওয়ানডে মেজাজে। তবে ঠিকই বাংলাদেশ কে ম্যাচে ফেরাতে শুরু করেন এই দুইজন খেলোয়ার।

তবে ধাক্কা দেয় গত ম্যাচের তারকা সাদাব খান। ৪৫ রানের জুটি ভেঙে তিনি বিদায় দেন আফিফ কে।

গত ম্যাচে ব্যর্থ অধিনায়ক এদিনও পারেন নি বিপদে দলের ত্রাতা হতে। শান্ত কে সঙ্গ দেয়ার বদলে তিনি বিদায় নেন ১৫ বলে ১২ রানের ওয়ানডে ইনিংস খেলে।

তাকে প্যাভিলিয়নের পথ দেখান হারিস রউফ।ম্যাচের সবচেয়ে বড় ধাক্কা খায় বাংলাদেশ, যখন সাদাব খানের বলে তার হাতেই ক্যাচ তুলে দেন নাজমুল হাসান শান্ত।

তাতে ৩৪ বলে ৪০ রান করে বিদায় নেন তিনি।শান্তর বিদায়ের পর আর ম্যাচেই পাওয়া যায় নি বাংলাদেশ কে। এরপর যেন তাণ্ডব শুরু হয় পাকিস্তানি বোলারদের। তাদের সামনে টিকতে পারেনি বাংলাদেশি ব্যাটসম্যানরা।

১৩ ওভারে ৮১ রানে ৪ উইকেট থেকে ২১ রান তুলতে বাংলাদেশ খরচ করে ৪ উইকেট ও ৫ ওভার।

তাতে শেষ পর্যন্ত শাহিন আফ্রিদি ও সাদাব খানের দুর্দান্ত বোলিং এ বাংলাদেশ সংগ্রহ করে ২০ ওভার শেষে ৭ উইকেটে ১০৮ রান।

সংক্ষিপ্ত সংগ্রহ –

টস – বাংলাদেশ

বাংলাদেশ ১০৮-৭ (২০ ওভার)

নাজমুল হাসান শান্ত ৪০ (৩৪), আফিফ ২০ (২১)
সাদাব খান ২২-২ (৪ ওভার) শাহিন আফ্রিদি ১৫-২ (৪ ওভার)

দুই দলের একাদশ –

বাংলাদেশ একাদশ : নাঈম শেখ, মোহাম্মদ সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, আফিফ হোসেন ধ্রুব, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক),

নুরুল হাসান সোহান (উইকেটরক্ষক), শেখ মেহেদী হাসান, আমিনুল ইসলাম বিপ্লব, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

পাকিস্তান একাদশ : বাবর আজম (অধিনায়ক), মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), শাদাব খান (সহ-অধিনায়ক),

ফাখার জামান, হায়দার আলি, শোয়েব মালিক, খুশদিল শাহ, মোহাম্মদ নাওয়াজ, শাহিন আফ্রিদি, মোহাম্মদ ওয়াসিম জুনিয়র ও হারিস রউফ।

Visited 1 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here