আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতেছে যারা

0
53

আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতেছে যারা

আইপিএলে প্রতি সিজনে যেই ব্যাটসম্যান সর্বোচ্চ রান সংগ্রহ করে থাকে, তাকে সিজন শেষে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার কারনে অরেঞ্জ ক্যাপ দেয়া হয়।

পুরো টুর্নামেন্ট চলাকালে যখন যেই ক্রিকেটার সর্বোচ্চ রান করে থাকে তখন তার মাথাতেই থাকে এই অরেঞ্জ ক্যাপ টি।

সিজন শেষে স্থায়ী ভাবে পুরষ্কার তুলে দেয়া হয় একজন কে যিনি সর্বোচ্চ রান করেন। এক সিজনে সর্বোচ্চ রানের রেকর্ড ভারতের অধিনায়ক বিরাট কোহলির,

যিনি ২০১৬ সালে ৯৭৩ রান করে যেখানে ছিল সিজনে সর্বোচ্চ ৪ টি সেঞ্চুরির রেকর্ডও। অবশ্য সেবার তার দল টুর্নামেন্টে ফাইনালে হারে সানরাইজার্স হায়দ্রাবাদের কাছে।

এখন পর্যন্ত ১৪ বার শেষ হওয়া এই আইপিএলের সর্বোচ্চ ৩ বার অরেঞ্জ ক্যাপ টি মাথায় তুলছে ডেভিড ওয়ার্নার।

২০১৫, ২০১৭ এবং ২০১৯ সালে এই পুরষ্কার টি জিতেন ওয়ার্নার। এছাড়াও ২ বার এই পুরষ্কার টি জিতেন ক্রিস গেইল।

টানা ২০১১, ২০১২ সালে এই পুরষ্কার টি জিতেন তিনি। টানা দুইবার অরেঞ্জ ক্যাপ জিতেনি আর কেউই।

চলুন দেখে নেই ২০০৮ সাল থেকে শুরু হওয়া আইপিএলে ২০২১ সাল পর্যন্ত অরেঞ্জ ক্যাপ জয়ী ব্যাটসম্যানদের তালিকা :-

সাল নাম ম্যাচ রান সর্বোচ্চ

২০০৮ শন মার্শ ১১ ৬১৬ ১১৫
২০০৯ ম্যাথু হেইডেন ১২ ৫৭২ ৮৯
২০১০ শচীন টেন্ডুলকার ১৫ ৬১৮ ৮৯
২০১১ ক্রিস গেইল ১২ ৬০৮ ১০৭
২০১২ ক্রিস গেইল ১৪ ৭৩৩ ১২৮
২০১৩ মাইক হাসি ১৭ ৭৩৩ ৯৫
২০১৪ রবিন উথাপ্পা ১৬ ৬৬০ ৮৩
২০১৫ ডেভিড ওয়ার্নার ১৪ ৫৬২ ৯১
২০১৬ বিরাট কোহলি ১৬ ৯৭৩ ১১৩
২০১৭ ডেভিড ওয়ার্নার ১৪ ৬৪১ ১২৬
২০১৮ কেন উইলিয়ামসন ১৭ ৭৩৫ ৮৪
২০১৯ ডেভিড ওয়ার্নার ১২ ৬৯২ ১০০
২০২০ লোকেশ রাহুল ১৪ ৬৭০ ১৩২

আইপিএলে এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে ৬০০০+ রান সংগ্রহ করেছে বিরাট কোহলি যিনি একবার অরেঞ্জ ক্যাপ জিতেছে।

তবে অবিশ্বাস্য শোনালেও এটাই সত্য যে আইপিএলের প্রথম ৪ জন রান সংগ্রাহকের তালিকায় থাকা পরের ৩ জনের কেউই কখনও এই অরেঞ্জ ক্যাপ জয় করতে পারে নি।

মিস্টার আইপিএল উপাধী প্রাপ্ত সুরেশ রায়না এখন পর্যন্ত একমাত্র ক্রিকেটার হিসেবে প্রতি আসরে ৩০০ এর উপরে রান করে থাকলেও তিনি কখনও আইপিএলের কোন আসরেই অরেঞ্জ ক্যাপ জয় করতে পারেন নি।

চলুন দেখে নেই আইপিএলের অল টাইম সর্বোচ্চ রান সংগ্রাহক ৫ জনের তালিকা।

নাম ম্যাচ – রান – সর্বোচ্চ

১. বিরাট কোহলি ২০৭ ৬২৮৩ ১১৩
২. শিখর ধাওয়ান ১৯২ ৫৭৮৪ ১০৬
৩. রোহিত শর্মা ২১৩ ৫৬১১ ১০৯*
৪. সুরেশ রায়না ২০৭ ৫৫২৮ ১০০
৫. ডেভিড ওয়ার্নার ১৫০ ৫৪৪৯ ১২৬

Visited 1 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here