বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের জন্য সুখবর !

0
60

বাংলাদেশে আটকে পড়া ইতালি প্রবাসীদের জন্য সুখবর !

দীর্ঘ চার মাস পর বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কা থেকে ইতালি প্রবেশের অনুমতি দিয়েছে ইতালীয় স্বাস্থ্যমন্ত্রণালয়।

গতকাল ২৮ অগাস্ট ২০২১ ভ্রমণ সংক্রান্ত নতুন অধ্যাদেশ স্বাক্ষর করেছেন ইতালীর স্বাস্থ্যমন্ত্রী রবের্তো স্পেরান্সা। আগামী ৩১আগস্ট ২০২১ থেকে নতুন এই নিয়ম কার্যকর হবে।

যাত্রীদের অবশ্যই নিন্মলিখিত শর্তসমূহ মেনে ইতালি প্রবেশ করতে হবে;

১) ভ্রমণের পূর্বে অবশ্যই ডিজিটাল প্যাসেঞ্জের লোকেটার EU Digital Passenger Locator Form (https://app.euplf.eu) ফর্ম পূরণ করে আসতে হবে।

২) ইতালিতে প্রবেশের ৭২ ঘন্টার মধ্যে যাত্রীকে অবশ্যই কোভিড-১৯ PCR Test এর নেগেটিভ সার্টিফিকেট নিয়ে আসতে হবে।

৩) ইতালিতে বিমানবন্দরে পৌঁছানোর পর আবার কোভিড-১৯ টেস্ট করাতে হবে।

৪) যাত্রীকে ডিজিটাল প্যাসেঞ্জের লোকেটার Digital Passenger Locator Form ফর্মের উল্লেখিত ঠিকানায় ১০ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

৫) ১০ দিন কোয়ারেন্টাইনে থাকার পর পুনরায় কোভিড-১৯ টেস্ট করাতে হবে।

বাংলা আলো খবর পড়ুন সবার আগে   

Credit: popular travels and tour

Visited 1 times, 1 visit(s) today

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here