ইতালি সিজনাল ভিসা ? কি লক্ষ লক্ষ লোক নিবে?
৩০,৮৫০ লোক নিবে টোটাল ইতালি সিজনাল ভিসা ও জেনারেল লেবার ক্যাটাগরীতে। দেশ আছে তালিকায় ১২/১৫ টা অথচ দেশের প্রতিটা এজেন্সির হাতে ২০০/৩০০ করে পাসপোর্ট ইতিমধ্যে জমা নেয়া শুরু হইছে অথচ দেশ ভিত্তিক কোঠা দিলেও ২ হাজার
লোকের বেশি কোন দেশ থেকে নেয়া সম্ভব না।
এখানে অনেক কিছু জানার আছে যারা আবেদন করবেন সিজনাল ভিসায় ৬-৯ মাসের ম্যাক্সিমাম ১২ মাসের জন্য আসা সম্ভব। শর্ত একটাই কাজের কন্টাক শেষে নিজ দেশে ফিরতে হবে।
আর যারা অন্যান্য সেক্টরে আসবে তাদের মালিকপক্ষের যাবতীয় ডকুমেন্ট ঠিকঠাক থাকলে কেবল ভিসা পাওয়া এবং আসার পর রেসিডেন্স পারমিট নেয়ার সুযোগ থাকবে।
এক্ষেত্রে দেশে ফেরত যেতে হবে না অবশ্য, এটা হচ্ছে প্লাস পয়েন্ট এখন ৬-৯ মাসের সিজনাল ভিসায় এসে ১২ লাখ দিয়ে আসলে কত ইনকাম করতে পারবে সেটা বন্ধু বান্ধব থেকে জেনে নিবে।
আর ইতালি সিজনাল ভিসা এসে পর্তুগাল ফান্স পালাবেন ? ভাল বুদ্ধি আপনার মাথায় ! ৯ বছর পর ব্লাকলিষ্ট থেকে বাংলাদেশের নামটা তুলে নিয়েছে সেটা পুনরাবৃত্তি দেখতে না চাইলে এটা মাথা থেকে ছেড়ে অন্য চিন্তা করুন।
সব কিছুতে পজেটিভ খুঁজি বাট মাঝে মধ্যে নেগেটিভও বলতে হয়। হিসাব করুন তারপর মাথা খাটান কোনটা ভাল হবে আপনার জন্য।